২০২৮ সালের মধ্যে জনসংখ্যায় চীনকে ছাড়াবে ভারত

জনসংখ্যার দিক থেকে ভারত ২০২৮ সালের মধ্যে চীনকে ছাড়িয়ে যাবে। সে সময় ভারতের জনসংখ্যা ১৪৫ কোটি ছাড়াবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে চীনের জনসংখ্যা ১৩৫ কোটি।
আর ভারতের জনসংখ্যা ১২১ কোটি।
'বিশ্ব জনসংখ্যা পরিপ্রেক্ষিত' শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে বিশ্বের জনসংখ্যা ৭২০ কোটিতে পৌঁছাবে। আর ২১০০ সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াবে এক হাজার ৯০ কোটিতে। এতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি। এর মধ্যে অর্ধেকেরও বেশি বাড়ছে আফ্রিকার দেশগুলোতে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে। ২০২৮ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ১৪৫ কোটির বেশি হবে, যা বর্তমানের সবচেয়ে জনবহুল দেশ চীনকে ছাড়িয়ে যাবে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিষয়ক মহাসচিব উ হংবো জানান, মোটের ওপর বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


No comments

Powered by Blogger.