চলতি মাসেই ভারত পাকিস্তান সফরে যাবেন কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
চলতি মাসে ভারত ও পাকিস্তান সফর করবেন। ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা গত
বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই হবে কেরির প্রথম ভারত-পাকিস্তান সফর।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই হবে কেরির প্রথম ভারত-পাকিস্তান সফর।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কর্মকর্তা জানান, জন কেরি আগামী ২৩ জুন
দুদিনের সফরে ভারতে আসবেন। এ সফরে আফগানিস্তানের বিষয়টি আলোচনায় প্রাধান্য
পাবে। তিনি বলেন, 'তারা (আমেরিকানরা) বারবার বলেছে, তারা আফগানিস্তানে
ভারতের ভূমিকাকে স্বাগত জানাবে। আমরা তার (কেরি) কাছ থেকে এ নিয়ে তাদের
পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা পাওয়ার চেষ্টা করব।' নওয়াজ শরিফ
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জ্যেষ্ঠতম কূটনীতিক হিসেবে কেরিই প্রথম
পাকিস্তানে যাচ্ছেন। সূত্র : এএফপি।
No comments