ম্যান্ডেলার জন্য ধর্মীয় নেতাদের প্রার্থনা
নেলসন ম্যান্ডেলার আরোগ্য কামনা করে
দক্ষিণ আফ্রিকার ধর্মীয় নেতারা গতকাল শুক্রবার বিশেষ প্রার্থনা করেছেন।
সকালে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালের বাইরে এ প্রার্থনার আয়োজন
করা হয়।
ফুসফুসে সংক্রমণে ফের অসুস্থ হয়ে পড়ায় গত ৭ জুন
রাতে ম্যান্ডেলাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল টানা সপ্তম দিনের মতো
হাসপাতালে ছিলেন তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণবাদবিরোধী
আন্দোলনের নেতা ম্যান্ডেলার অবস্থা ভালোর দিকে।
আন্তর্জাতিক বিশপ পরিষদের সদস্য আব্রাহাম সিবিয়া জানান, প্রেসিডেন্ট জ্যাকব জুমার আহবানে সাড়া দিয়েই ধর্মীয় নেতারা প্রার্থনার আয়োজন করেন, 'মাদিবা (ম্যান্ডেলা) যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।' কেপটাউনে বিভিন্ন গির্জার নেতাদের সঙ্গে খোই, মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষও প্রার্থনায় অংশ নেন। সূত্র : ওয়াশিংটন পোস্ট।
আন্তর্জাতিক বিশপ পরিষদের সদস্য আব্রাহাম সিবিয়া জানান, প্রেসিডেন্ট জ্যাকব জুমার আহবানে সাড়া দিয়েই ধর্মীয় নেতারা প্রার্থনার আয়োজন করেন, 'মাদিবা (ম্যান্ডেলা) যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।' কেপটাউনে বিভিন্ন গির্জার নেতাদের সঙ্গে খোই, মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষও প্রার্থনায় অংশ নেন। সূত্র : ওয়াশিংটন পোস্ট।
No comments