মালদহে নৌকাডুবি চারজনের মৃত্যু

পশ্চিমবঙ্গের মালদহের মাণিকচকে গঙ্গা নদীতে গতকাল শুক্রবার সকালে একটি যাত্রীবোঝাই নৌকা উল্টে কমপক্ষে চারজন মারা গেছে। নৌকায় ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধরমপুর ঘাট থেকে নৌকাটি ছাড়ে। অতিরিক্ত যাত্রী ও মহিষ তোলায় মাঝনদীতে সেটি ডুবে যায়। ১০ থেকে ১৫ জন যাত্রী সাঁতরে পাড়ে ওঠে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গতকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে খারাপ আবহাওয়া ও সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন সূত্র। সূত্র: পিটিআই।



No comments

Powered by Blogger.