ব্রিটেনগামী বিমানে স্নোডেনকে না নেওয়ার আহবান
ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের
আড়িপাতার কথা ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনকে (২৯) যুক্তরাজ্যগামী কোনো
বিমানে না নিতে আহবান জানানো হয়েছে। গত সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্র
মন্ত্রণালয় এ আহবান জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'রিস্ক
অ্যান্ড লিয়াজোঁ ওভারসিজ নেটওয়ার্কে' স্নোডেনের ছবি ও নাম-ঠিকানাসহ একটি
নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে যুক্তরাজ্যগামী কোনো বিমানে স্নোডেনকে না নেওয়ার
আহবান জানানো হয়। ব্যাংকক, সিঙ্গাপুর ও মালায়েশিয়া এয়ারলাইনস ইতিমধ্যে
নোটিশটি পেয়েছে বলে জানিয়েছে। চলতি মাসের শুরুতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের
কাছে ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতা-সংক্রান্ত কর্মসূচি
প্রিজমের কথা ফাঁস করে দেন স্নোডেন। গত ২০ মে হংকংয়ে যান স্নোডেন। সেখানে
একটি হোটেলে ছিলেন তিনি। গত সোমবার হোটেল ছাড়ার পর থেকে হংকংয়ে আত্মগোপনে
আছেন তিনি। সূত্র : বিবিসি।
No comments