কাশ্মীর সীমান্তে ফের গুলিবিনিময়, দুই ভারতীয় সেনা নিহত
কাশ্মীরের বিতর্কিত সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার ফের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, গুলিতে তাদের দুই সেনা মারা গেছেন। আহত হয়েছেন একজন। পাকিস্তান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত রবিবারও কাশ্মীরে বিতর্কিত সীমান্ত এলাকায় উভয়পক্ষের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। পাকিস্তান দাবি করে, ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি অংশে ঢুকে গুলি চালান এবং এতে এক পাকিস্তানি সেনা মারা যান।
ভারতের নর্দান কমান্ডের মুখপাত্র রাজেশ কে কাইলা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভারত ও পাকিস্তানের সীমানাকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গতকাল সকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, জম্মু থেকে ২২০ কিলোমিটার উত্তরে ভারতীয় সীমানার ভেতরে মেন্ধার জেলায় নিয়মিত টহলের সময় ভারতীয় সেনাদের ওপর হামলায় চালান পাকিস্তানি সেনারা। এতে দুই ভারতীয় সেনা মারা যান। আরেকজন আহত হন।
ভারতের নর্দান কমান্ডের মুখপাত্র রাজেশ কে কাইলা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভারত ও পাকিস্তানের সীমানাকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গতকাল সকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, জম্মু থেকে ২২০ কিলোমিটার উত্তরে ভারতীয় সীমানার ভেতরে মেন্ধার জেলায় নিয়মিত টহলের সময় ভারতীয় সেনাদের ওপর হামলায় চালান পাকিস্তানি সেনারা। এতে দুই ভারতীয় সেনা মারা যান। আরেকজন আহত হন।
No comments