মিলন হত্যা মামলা- পাবনায় বিএনপির ১০ নেতা-কর্মী জেলহাজতে



পাবনায় বিএনপির বিবদমান দুই অংশের সংঘর্ষে নিহত বিএনপির কর্মী মিলন হোসেন (৩০) হত্যা মামলায় ১০ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাঁরা সবাই পাবনা জেলা বিএনপির নেতা-কর্মী।
গত সোমবার সকালে মামলার ১৮ আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন।
জানা যায়, ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর পাবনা জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মিলন হোসেন নিহত হন। এক দিন পর নিহতের চাচা বাচ্চু প্রামাণিক বাদী হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ২৩ জনের নামে একটি হত্যা মামলা করেন।
আদালত সূত্র জানায়, মামলা থেকে ইতিপূর্বে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জামিন নিয়েছেন। সোমবার অন্য ১৮ নেতা-কর্মী জামিনের জন্য আদালতে হাজির হন। শুনানি শেষে আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খান ১০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

No comments

Powered by Blogger.