ঘাতক দালাল নিমর্ূল কমিটির আজ প্রতিষ্ঠাবার্ষিকী
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলৰে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী গোরসত্মানে সকাল আটটায় শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পসত্মবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরম্ন হবে।
বিকেল তিনটায় নিমর্ূল কমিটির ১৫০ শাখার উদ্যোগে দেশব্যাপী 'যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইবু্যনালে দ্রম্নত বিচার এবং '৭২-এর সংবিধান পুনর্প্রবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এছাড়া আজ বিকেল তিনটায় সুপ্রীমকোর্ট বার মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন। সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। আলোচনাসভার পর প্রদর্শিত হবে বাংলাদেশে জঙ্গী মৌলবাদের উত্থান সম্পর্কে শাহরিয়ার কবিরের সদ্য নির্মিত প্রমাণ্যচিত্র 'জেহাদের প্রতিকৃতি'। ৬০ মিনিটের এই প্রমাণ্যচিত্রে জামায়াত ইসলামীর জঙ্গী কানেকশনের বহু দুর্লভ তথ্যপ্রমাণ উপস্থাপন করা হবে। '৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের এই দিনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরম্ন হয়।
No comments