কারিকুলাম সংস্কার-শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখে কেন?
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বন্দ্বের জের ধরে একটি বিভাগের ক্লাস দীর্ঘ আট মাস বন্ধ থাকা কোনোভাবেই কাম্য হতে পারে না। টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
কিন্তু ২১ সেপ্টেম্বর ২০১০-এর পর মাসের পর মাস পেরিয়ে গেলেও প্রশাসন এ দাবি মানতে নারাজ। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সমস্যাকে কেন্দ্র করে মাসের পর মাস ক্লাস বন্ধ রয়েছে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে ওই বিভাগের ২৭০ শিক্ষার্থীর ভবিষ্যৎ। শুক্রবার সমকালে প্রকাশিত সংবাদে শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারটিই স্পষ্ট হয়েছে। এর আগে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা সমকালের কাছে চিঠি পাঠিয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এ সংক্রান্ত কয়েকটি চিঠি সমকালের চিঠিপত্র বিভাগে ছাপা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, কারিকুলামে একটু পরিবর্তন আনলেই বিএসসি (অনার্স) ডিগ্রির পরিবর্তে তারা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি পেতে পারেন। এমনিতেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। সেশনজটের কারণে শিক্ষার্থীরা ঠিক সময়ে পাস করে বের হতে পারেন না_ এই অভিযোগ বহু পুরনো। তার ওপর যখন অভ্যন্তরীণ সমস্যার কারণে কোনো বিভাগের ক্লাস দীর্ঘদিন ধরে বন্ধ থাকে তখন শিক্ষার্থীদের আরও বিপাকে পড়তে হয়। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন শিক্ষার্থী অনেক প্রত্যাশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হুমকির মুখে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত কয়েক মাসে শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের স্মারকলিপি দিয়ে সমস্যাটির সমাধান চাইলে সহযোগিতা মেলেনি। উল্টো অনেক আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিক্ষার্থীদের এমন অসহায় অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ একটু আন্তরিক হলেই এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করি। কারিকুলাম পরিবর্তন করার দাবিটি খতিয়ে দেখা জরুরি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত হোক।
No comments