মামী ভাগ্নের প্রেম!
প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন
মামী বাঁধন এবং ভাগ্নে নিশো। দীর্ঘদিন ধরে নাটক করলেও একসঙ্গে এ দু’জনের
এককভাবে কোনো নাটকে অভিনয় করা হয়নি।
এবার দু`জনই অভিনয় করবেন রুম্মান রশীদ খানের লেখা ও নঈম ইমতিয়াজ নেয়ামুল-এর পরিচালনায় নাটক ‘বসন্ত বালা’য়।
নাটকটি নিয়ে বাঁধন বাংলানিউজকে বলেন, ‘নিশো ব্যক্তিজীবনে আমাকে ‘মামী’ বলে ডাকে। আমার শ্বশুরবাড়ির সঙ্গে নিশোর ভালো সম্পর্ক আছে। সেই সূত্রে আমি নিশো’র মামী। ভাগ্নের বিপরীতে প্রথমবার অভিনয় করবো ভাবতেই ভালো লাগছে।’
কিন্তু নাটকে দেখা যাবে এই মামী ভাগ্নের প্রেম। নাটকে নিশোর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বাঁধন। নিশো এবং বাঁধনের সন্তানের চরিত্রের নাম ‘বাসন্তী’। তার নামেই নাটকের নামকরণ করা হয়েছে ‘বাসন্তী বালা’।
নিশো বললেন, ‘মামীর সঙ্গে প্রথমবার একক নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। আশা করছি কাজটি ভালো হবে। ‘বাসন্তী বালা’ আগামী পহেলা ফাল্গুনে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।’
নাটকটি নিয়ে বাঁধন বাংলানিউজকে বলেন, ‘নিশো ব্যক্তিজীবনে আমাকে ‘মামী’ বলে ডাকে। আমার শ্বশুরবাড়ির সঙ্গে নিশোর ভালো সম্পর্ক আছে। সেই সূত্রে আমি নিশো’র মামী। ভাগ্নের বিপরীতে প্রথমবার অভিনয় করবো ভাবতেই ভালো লাগছে।’
কিন্তু নাটকে দেখা যাবে এই মামী ভাগ্নের প্রেম। নাটকে নিশোর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বাঁধন। নিশো এবং বাঁধনের সন্তানের চরিত্রের নাম ‘বাসন্তী’। তার নামেই নাটকের নামকরণ করা হয়েছে ‘বাসন্তী বালা’।
নিশো বললেন, ‘মামীর সঙ্গে প্রথমবার একক নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। আশা করছি কাজটি ভালো হবে। ‘বাসন্তী বালা’ আগামী পহেলা ফাল্গুনে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।’
No comments