রাজধানীর মার্কেট যে যে দিন বন্ধ থাকবে- যানজট নিরসনে ঢাকাকে সাতটি ভাগ করা হয়েছে
রাজধানীর যানজট নিরসনে ঢাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে সাত অঞ্চলে বিভক্ত করে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অঞ্চল ভিত্তিক প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, মার্কেট, শপিং মল প্রতি সপ্তাহে দেড় দিন করে ছুটি থাকবে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধানত্ম নেয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় মন্ত্রিসভায় শোকরানা প্রসত্মাব পাস গ্রহণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই প্রসত্মাব উত্থাপন করেন। শুক্রবার পূর্ণ শনিবার অর্ধদিবস বন্ধ থাকবেরাজধানীর সাতটি অঞ্চলকে এভাবে ভাগ করা হয়েছে। অঞ্চল এক এর আওতায় রয়েছে বাংলাবাজার বইয়ের মার্কেটসমূহ, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাঠারি বাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার মৌলভী বাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবু বাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেটসমূহ, পাটুয়াটুলি ইলেক্ট্রনিক্স এ্যান্ড অপটিক্যাল মার্কেটসমূহ, নয়ামাটি এ্যাকসেসরিজ মার্কেট, শরীফ ম্যানশন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগমবাজার পাইকারি মার্কেট, তাঁতীবাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মার্কেটসমূহ, নর্থ সাউথ রোডের স্যানিটারির দোকানসমূহ, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, গুলিসত্মান হকার্স মার্কেট (দণি), সুন্দরবন স্কয়ার মার্কেট শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার অর্ধবেলা বন্ধ রাখতে হবে।
রবিবার পূর্ণ ও সোমবার
অর্ধদিবস বন্ধ থাকবে
অঞ্চল দুই-এর আওতাধীন মোলস্না টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপেস্নক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী এন্ড ফ্রেন্ডস সুপার মার্কেট রবিবার পূর্ণদিবস এবং সোমবার অর্ধবেলা বন্ধ থাকবে।
বৃহস্পতি পূর্ণ ও শুক্রবার
অর্ধদিবস বন্ধ
অঞ্চল তিন-এর আওতাধীন সেঞ্চুরী আর্কেড, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার, আয়েশা শপিং কমপেস্নক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন পস্নাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকী সুপার মার্কেট, পল্টন সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম সুপার মার্কেট ১ ও ২, গুলিসত্মান কমপেস্নক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট, বায়তুল মোকারম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট বৃহস্পতিবার পূর্ণদিবস ও শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকবে।
মঙ্গলবার পূর্ণ ও
বুধবার অর্ধদিবস বন্ধ
অঞ্চল চার-এর আওতাধীন হাতিরপুল বাজার, মোতালিব পস্নাজা, ইস্টার্ন পস্নাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রীন সুপার মার্কেট, ফার্ম ভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সিজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট, নূর ম্যানশন, বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানম-ি হকার্স মার্কেট, ইস্টার্ন মলিস্নকা, গেস্নাব শপিং, বদরম্নদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গণ শপিং, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোডস্থ মার্কেটসমূহ, রাইফেলস স্কোয়ার, এআরএফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানম-ি পস্নাজা, মমতাজ পস্নাজা, মেট্রো শপিং মল, পস্নাজা এআর, প্রিন্স পস্নাজা, রাপা পস্নাজা, অর্কিড পস্নাজা, কেয়ারী পস্নাজা, আনাম র্যাংগস পস্নাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট, কাব্যকর্ম সুপার মার্কেট, কিচেন মার্কেট মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধবেলা বন্ধ থাকবে।
বৃহস্পতি পূর্ণ ও শুক্র অর্ধদিবস
অঞ্চল পাঁচ-এর আওতাধীন মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহআলী সুপার মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপেস্নক্স, মিরপুর স্টেডিয়াম মার্কেট বৃহস্পতিবার পূর্ণদিবস এবং শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকবে।
রবিবার পূর্ণ ও সোম অর্ধদিবস বন্ধ
অঞ্চল ছয়-এর আওতাধীন বিসিএস কম্পিউটার মার্কেট, পলস্নবী শপিং মার্কেট, মিরপুর বেনারশী পলস্নী, পূরবী সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট, সুইডেন পস্নাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপেস্নক্স, ছায়ানীড় সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপেস্নক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ডিসিসি মার্কেট গুলশান-২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট রবিবার পূর্ণদিবস এবং সোমবার অর্ধবেলা বন্ধ রাখতে হবে।
বুধবার পূর্ণ ও বৃহস্পতি অর্ধবেলা বন্ধ
এছাড়া অঞ্চল সাত-এর আওতাধীন লুৎফন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরম্নন্নবী সুপার মার্কেট, সুবাস্তু নজর ভ্যালী, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপেস্নক্স, রাজউক সেন্টার, একতা পস্নাজা, মান্নান পস্নাজা, বন্ধন পস্নাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমীর কমপেস্নক্স, লন্ডন পস্নাজা, রাজউক কমার্শিয়াল কমপেস্নক্স, মাস্কট পস্নাজা, এসআর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট, রাজউক কসমো বুধবার পূর্ণদিবস এবং বৃহস্পতিবার অর্ধবেলা বন্ধ রাখতে হবে।
এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে মাল্টিলেটারাল সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (এসএএসই) আইটসি এগ্রিমেন্ট স্বাৰরিত না হওয়ায় উপদেষ্টা পরিষদের ২০০৭ সালের ২৫ মার্চের সিদ্ধানত্ম বাতিল করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশিস্নষ্ট সচিবগণ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
No comments