লাশ দাফনে সম্মত শিয়ারা- বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী বরখাস্ত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রইসজানিকে বরখাস্ত করেছে সরকার। প্রদেশটির রাজধানী কোয়েটায় বৃহস্পতিবার শিয়া হাজারা সম্প্রদায়ের লোকদের ওপর ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার ঘটনার জেরে তাঁকে বরখাস্ত করা হলো।
কেন্দ্র থেকে সেখানে সরাসরি গভর্নরের শাসন কায়েম করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপের ফলে টানা প্রায় চার দিন কাফনে ঢাকা স্বজনদের মরদেহ নিয়ে আন্দোলনরত শিয়ারা গতকাল সোমবার বিক্ষোভের ইতি টেনেছেন। তাঁরা স্বজনদের মরদেহ দাফনে সম্মত হয়েছেন। তীব্র শীত উপেক্ষা করে শত শত শিয়া নারী-পুরুষ-শিশু এই কদিন রাতের বেলায়ও বিক্ষোভ চালিয়ে আসছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ রোববার এক টেলিভিশন ভাষণে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীকে বরখাস্তের কথা ঘোষণা করেন। কোয়েটায় বিক্ষোভরত শিয়াদের বিভিন্ন দাবির মধ্যে স্থানীয় নেতাদের বরখাস্ত করার দাবি ছিল অন্যতম। বিবিসি ও এএফপি।
সরকারের এই পদক্ষেপের ফলে টানা প্রায় চার দিন কাফনে ঢাকা স্বজনদের মরদেহ নিয়ে আন্দোলনরত শিয়ারা গতকাল সোমবার বিক্ষোভের ইতি টেনেছেন। তাঁরা স্বজনদের মরদেহ দাফনে সম্মত হয়েছেন। তীব্র শীত উপেক্ষা করে শত শত শিয়া নারী-পুরুষ-শিশু এই কদিন রাতের বেলায়ও বিক্ষোভ চালিয়ে আসছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ রোববার এক টেলিভিশন ভাষণে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীকে বরখাস্তের কথা ঘোষণা করেন। কোয়েটায় বিক্ষোভরত শিয়াদের বিভিন্ন দাবির মধ্যে স্থানীয় নেতাদের বরখাস্ত করার দাবি ছিল অন্যতম। বিবিসি ও এএফপি।
No comments