খুনী নূরকে কানাডা ফেরত দেবে না এটা ঠিক নয় আইনমন্ত্রী
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর খুনী লে. কর্নেল (অব) এসএইচএমবি নূর চৌধুরীকে কানাডা সরকার ফিরিয়ে দেবে না, এটা ঠিক নয়। আমরা খুনীদের ফিরিয়ে আনতে সব দেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছি।
পলাতক সাজাপ্রাপ্ত খুনীদের ফিরিয়ে আনতে মিউচুয়াল লিগ্যাল এ্যাসিস্ট্যান্স বা সমঝোতা স্বাৰরে চুক্তি করব। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা মৃতু্যদ-ের বিরোধী বলে মৃতু্যদ-ে দ-িত নূর চৌধুরীকে ফিরিয়ে না-ও দিতে পারে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খুনীদের ফিরিয়ে আনতে যা যা করা দরকার, সরকার তার সবই করবে। যে সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি নেই, সমঝোতার ভিত্তিতে সে সব দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনা হবে। আইনমন্ত্রী রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অনত্মভর্ুক্ত প্রকল্পসমূহের (এডিপি) বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। আইন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচীভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনাসভায় প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের ৭টি প্রকল্পের মধ্যে ৩টি বিনিয়োগ প্রকল্প এবং ৪টি কারিগরি সহায়তা প্রকল্প। বিনিয়োগ প্রকল্পসমূহের মধ্যে অন্যতম দু'টি হলো দেশের ২০টি জেলায় জেলা রেজিস্ট্রি ও ৬৩টি উপজেলায় সাবরেজিস্ট্রি অফিস নির্মাণ এবং ৬৪টি জেলা সদরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত ভবন নির্মাণ প্রকল্প।
No comments