কুরিয়ারে অস্ত্র ও গুলি পাঠানোর সময় যুবক আটক
নিজস্ব সংবাদদাতা, বেনাপোল, ৩১ জানুয়ারি ।। এবার কুরিয়ার সার্ভিসে অস্ত্র ও গুলি পাঠানোর সময় আটক হয়েছে এক সন্ত্রাসী। তার নাম আবুল কালাম (৩৫)। বাড়ি শার্শার ঘিবা গ্রামে। সে ওই গ্রামের আব্দুল ওহাবের পুত্র।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে একটি ইউএসএ তৈরি পিসত্মল, দেড় শ' রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ভারতীয় এবং বাংলাদেশী মোবাইল ফোনের ৫টি সিম উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, আবুল কালাম রাতে বেনাপোল বাজারের পোর্ট ভিউ আবাসিক হোটেলের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি পার্সেল পাঠাতে আসে। ওই পার্সেলে ভারতের শনপাপড়ি রয়েছে বলে জানায় কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের। কিন্তু পার্সেলটি ভারি হওয়ায় সন্দেহ হয় কর্মচারীদের। তারা তা খুলে দেখতে পায় এর ভেতর পিসত্মল, গুলি এবং ম্যাগাজিন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
No comments