মালিতে বিমান হামলায় ৬০ জঙ্গির মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইসলামপন্থী জঙ্গিবিরোধী অভিযানে ফরাসি সেনারা মাত্র সপ্তাহখানেক যুক্ত থাকবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস গত রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এদিকে মালির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, রবিবার উত্তরাঞ্চলীয় শহর গাওতে ফরাসি বাহিনীর বিমান হামলায় ৬০ জনেরও বেশি জঙ্গি মারা গেছে। জঙ্গি নির্মূল অভিযানে আফ্রিকার দেশগুলোর সেনা পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। জঙ্গিবিরোধী সামরিক অভিযানের প্রতিশোধ নিতে মালির ইসলামপন্থীরা ফ্রান্স ও আফ্রিকার দেশগুলোতে হামলার হুমকি দিয়েছে।
গত মার্চে মালিতে সেনা অভ্যুত্থানের পরপরই ইসলামপন্থী জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। তারা ওই এলাকায় শরিয়া আইন চালুর নামে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেনা অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেও জঙ্গিদের দমনে ব্যর্থ হয়েছে।
মালির ইসলামপন্থী প্রধান জঙ্গি সংগঠন আনসার দ্বীন গত বৃহস্পতিবার কোন্না শহর দখল করে নেয়। এর পরপরই গত শুক্রবার ফরাসি বাহিনীর সহায়তায় মালির সেনাবাহিনী উত্তরাঞ্চলে বিমান হামলা শুরু করে। সূত্র : এএফপি।
গত মার্চে মালিতে সেনা অভ্যুত্থানের পরপরই ইসলামপন্থী জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। তারা ওই এলাকায় শরিয়া আইন চালুর নামে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেনা অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেও জঙ্গিদের দমনে ব্যর্থ হয়েছে।
মালির ইসলামপন্থী প্রধান জঙ্গি সংগঠন আনসার দ্বীন গত বৃহস্পতিবার কোন্না শহর দখল করে নেয়। এর পরপরই গত শুক্রবার ফরাসি বাহিনীর সহায়তায় মালির সেনাবাহিনী উত্তরাঞ্চলে বিমান হামলা শুরু করে। সূত্র : এএফপি।
No comments