আলাভির স্বপ্নছায়া by তৌহিদা শিরোপা
ছোট্ট হাতে লেখা নানা কথা। গাড়ি, ফুল, লতা-পাতা এমনকি নিজের মায়ের ছবি এঁকেছে সে। চার বছরের এই শিশুশিল্পী হলো আলাভি। তার আঁকা ছবি ও হাতের লেখা দিয়ে তৈরি হয়েছে বিবিআনার শিশুদের পোশাক, মগ, ব্যাগ ও গৃহসজ্জার সামগ্রী।
আলাভি বিবিআনার স্বত্বাধিকারী লিপি খন্দকারের দ্বিতীয় সন্তান। ১১ জানুয়ারি ঢাকার ধানমন্ডির বিবিআনার বিক্রয়কেন্দ্রে শুরু হয়েছে ‘আলাভির স্বপ্নছায়া’ নামে এক প্রদর্শনী। চিত্রশিল্পী হাশেম খান এর উদ্বোধন করেন।
আলাভির মা ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘বেশির ভাগ ছবি আলাভির আড়াই বছর বয়সে আঁকা। এই প্রদর্শনীর মধ্য দিয়ে বিবিআনাতে শিশুদের পোশাক চালু করা হলো। মা হিসেবে কত যে ভালো লাগছে, বোঝাতে পারব না।’ আলাভির থেকে অবশ্য কোনো কিছু জানার সুযোগ হলো না। আপনমনে সে ঘুরছিল, খেলছিল। এ প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেলর, আলাভির বাবা ও বড় ভাই। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আলাভির মা ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘বেশির ভাগ ছবি আলাভির আড়াই বছর বয়সে আঁকা। এই প্রদর্শনীর মধ্য দিয়ে বিবিআনাতে শিশুদের পোশাক চালু করা হলো। মা হিসেবে কত যে ভালো লাগছে, বোঝাতে পারব না।’ আলাভির থেকে অবশ্য কোনো কিছু জানার সুযোগ হলো না। আপনমনে সে ঘুরছিল, খেলছিল। এ প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেলর, আলাভির বাবা ও বড় ভাই। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
No comments