মেসিভক্ত ইনিয়েস্তা
২০১০ বিশ্বকাপে স্পেনকে শিরোপা এনে দেওয়া গোলটি করেও জিততে পারেননি এই পুরস্কার। এবার ইউরোর সেরা খেলোয়াড় হয়েও আন্দ্রেস ইনিয়েস্তা পার্শ্বচরিত্র। তার পরও কোনো আক্ষেপ নেই।
বরং সতীর্থ লিওনেল মেসি টানা চতুর্থবার বর্ষসেরা হওয়াতেই যেন বেশি খুশি বার্সেলোনার এই মিডফিল্ডার! এমনকি এক দিন পঞ্চম ব্যালন ডি’অরটাও মেসির হাতে উঠবে বলে ভবিষ্যদ্বাণীও করে দিলেন, ‘এমন খেলতে থাকলে লিও অবশ্যই পাঁচ নম্বরটাও জিতবে। চতুর্থবার জেতার জন্য ওকে অভিনন্দন জানাই, যেটা অনন্য এক অর্জন। এটা স্রেফ একজনের হাতে পুরস্কার তুলে দেওয়া নয়, এটা বিশ্বসেরাকে তার প্রাপ্য স্বীকৃতি দেওয়া। মেসি যা করেছে, ও সেটারই স্বীকৃতি পেল।’পাঁচ নম্বরটাও যে মেসি পাবেন, সেটা বলার জন্য অবশ্য ইনিয়েস্তা হতে হয় না। তিনবার ব্যালন ডি’অর জয়ী ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যেমন আগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন, ‘মেসি একদিন ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হবে। ও পাঁচটা, ছয়টা, সাতটাও জিততে পারে। ওর তুলনা চলে না। ও সত্যিই অন্য মাপের এক খেলোয়াড়।’
মেসি নিজে অবশ্য ইনিয়েস্তার অনেক বড় ভক্ত। পুরস্কার জেতার পর বিশেষ করে তাঁর এই বাল্যবন্ধুর কথাও বলেছেন। ইনিয়েস্তা মেসি সম্পর্কেই বেশি বলার পর নিজের সম্পর্কে শুধু বললেন, নিজের সেরাটা উজাড় করে দিয়ে যাওয়াটাই তাঁর প্রতিজ্ঞা। ওয়েবসাইট।
No comments