বাউফলে গৃহবধূ খুন, স্বামী পলাতক
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার শিরিনা বেগম (২৫) নামে একজন গৃহবধূ খুন হয়েছেন। নিহতের পরিরারের অভিযোগ, যৌতুক না পেয়ে শিরিনার স্বামী তাঁকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ঘটনার পর থেকে স্বামী আল-আমিন পলাতক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সুলতাবাদ গ্রামের মৌজে আলী ব্যাপারীর ছেলে আল-আমিন ব্যাপারীর সঙ্গে পাশের রামনগর গ্রামের মোনতাজুল করিম আকনের মেয়ে শিরিনা বেগমের বিয়ে হয়। শিরিনার বাবা জানান, তিন-চার মাসে আগে ভাড়ায় চালানোর জন্য তাঁর মেয়ের কাছে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে আল-আমিন। এ ঘটনা তাঁকে জানালে তাঁর পক্ষে মোটরসাইকেল দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। এর পর থেকে শিরিনাকে নিয়মিত নির্যাতন করত আল-আমিন।
শিরিনার বাবা দাবি করেন, গতকাল দুপুরে শিরিনাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আল-আমিন পালিয়ে যায়। এ বিষয়ে আল-আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
শিরিনার বাবা দাবি করেন, গতকাল দুপুরে শিরিনাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আল-আমিন পালিয়ে যায়। এ বিষয়ে আল-আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
No comments