ফুজিমোরির দণ্ড মওকুফের আবেদন পরিবারের
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির (৭৪) দণ্ড মওকুফের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। মানবিক দিক বিবেচনা করে তাঁকে ক্ষমা করতে পেরুর আইন মন্ত্রণালয় বরাবর এ আবেদন করা হয়েছে। পরিবারের পক্ষে ফুজমোরির মেয়ে কেইকো এ কথা জানান।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২৫ বছরের সাজা ভোগ করছেন ফুজিমোরি। গত বুধবার সাংবাদিকদের কেইকো বলেন, 'স্বাস্থ্যগত দিক বিবেচনা করে বাবাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিচার মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করেছি।' সাম্প্রতিক বছরগুলোয় ফুজিমোরির শরীরে পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসার নথিপত্রও বিচার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
বাবার দণ্ড মওকুফ চেয়ে ফুজিমোরির পরিবার পেরুর বর্তমান প্রেসিডেন্টের কাছেও আবেদন করবে। সূত্র : এএফপি।
বাবার দণ্ড মওকুফ চেয়ে ফুজিমোরির পরিবার পেরুর বর্তমান প্রেসিডেন্টের কাছেও আবেদন করবে। সূত্র : এএফপি।
No comments