এলোমেলো ছড়া by সারওয়ার-উল-ইসলাম

ফড়িংবিকেল
একটা ফড়িং দুইটা ফড়িং
তিনটা ফড়িং উড়ছিল
ধানের ডগা দুলছে হাওয়ায়
সেই হাওয়াতে সুর ছিল।


ঝিঁঝিসন্ধ্যা
একটা ঝিঁঝি দুইটা ঝিঁঝি
তিন ঝিঁঝি গান ধরছিল
ওদের গানে সুর ছিল না
লজ্জাতে ব্যাঙ মরছিল।

জোনাকিরাত
এক জোনাকি দুই জোনাকি
তিন জোনাকি জ্বলছিল
রাতেরবেলা জ্বলে জ্বলে
কি যেন কি বলছিল।

রাতপ্রহরী
একটা কুকুর দুইটা কুকুর
তিনটা কুকুর ডাকছিল
রাতপ্রহরী গলির মোড়ে
হেই হুঁশিয়ার! হাঁকছিল।

বৃক্ষনিধন
একটা বৃক্ষ দুইটা বৃক্ষ
তিনটা বৃক্ষ কাটছে কে?
নেই তো ছায়া নেই তো হাওয়া
রৌদ্রপথে হাঁটছে কে?

পুতুলকনে
বাঁশের বাঁশি পাতার বাঁশি
বেলুন বাঁশি বাজায় কে?
স্কুলের পড়া শেষ না হতেই
পুতুলকনে সাজায় কে?

নদীউধাও
একটা নদী দুইটা নদী
তিনটা নদী উধাও আজ
কোথায় গেল পাল তোলা নাও
প্রশ্নটা কি শুধাও আজ?

No comments

Powered by Blogger.