বোমাং রাজার দেশে by আশিক মুস্তাফা
খুঁটির ওপর বাঁশের মাচান
তার ওপরে এইটুকু ঘর
সেই ঘরে রোজ সেজেগুজে
তার ওপরে এইটুকু ঘর
সেই ঘরে রোজ সেজেগুজে
যেই মেয়েটা থাকে
সেই মেয়েটা—
এই ঘরে তো
এই পাহাড়ে
এই হারাবে—
সাঙ্গু নদীর বাঁকে।
নতুন জামা পরে আবার
জড়িয়ে বলে মাকে—
কেয়াং ঘরে পুজো দিতে
নেয় যেন মা তাকে।
এই মেয়েটা
সেই মেয়েটা
যেই মেয়েটা
লাটাই হাতে—
মেঘের গায়ে স্বপ্নগুলো আঁকে
জুমের ক্ষেতে ছুটতে গিয়ে
ফের ভুলে যায় মাকে।
চরাইক ঘরে দিদির পাশে
কলসি ভরে পানি দিতেও
যায় দেখা যায় তাকে
কাকে?
ঘাসফড়িং আর ঝুমকো লতা
জুম পাহাড়ের নীরবতা
ভাবিয়ে তোলে যাকে।
তাকে—
চাও পেতে চাও পাশে?
ছুটির দিনে
যাও চলে যাও
বোমাং রাজার দেশে;
দেখবে কেমন ঘুমের ঘোরে
তোমার চোখ চোখ রেখে সে
ভেংচি কেটে হাসে।
সেই মেয়েটা—
এই ঘরে তো
এই পাহাড়ে
এই হারাবে—
সাঙ্গু নদীর বাঁকে।
নতুন জামা পরে আবার
জড়িয়ে বলে মাকে—
কেয়াং ঘরে পুজো দিতে
নেয় যেন মা তাকে।
এই মেয়েটা
সেই মেয়েটা
যেই মেয়েটা
লাটাই হাতে—
মেঘের গায়ে স্বপ্নগুলো আঁকে
জুমের ক্ষেতে ছুটতে গিয়ে
ফের ভুলে যায় মাকে।
চরাইক ঘরে দিদির পাশে
কলসি ভরে পানি দিতেও
যায় দেখা যায় তাকে
কাকে?
ঘাসফড়িং আর ঝুমকো লতা
জুম পাহাড়ের নীরবতা
ভাবিয়ে তোলে যাকে।
তাকে—
চাও পেতে চাও পাশে?
ছুটির দিনে
যাও চলে যাও
বোমাং রাজার দেশে;
দেখবে কেমন ঘুমের ঘোরে
তোমার চোখ চোখ রেখে সে
ভেংচি কেটে হাসে।
No comments