কূটনীতিকদের সম্মানে খালেদার ইফতার

ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রূপসী বাংলা হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।


ইফতারের আগে খালেদা জিয়া বিদেশী কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
খালেদা জিয়া কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা, সৌদি আরবের রাষ্ট্্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরীসহ কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, জাপান ও চীনের রাষ্ট্রদূতদের নিয়ে একই টেবিলে বসে ইফতার করেন। পরে মাগরিবের নামাজ শেষে কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমী কোরেশী, ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ ছাড়াও যুক্তরাজ্য, চীন, রাশিয়া, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মরক্কো, কুয়েত, কাতার, ব্রুনাই, ফ্রান্স, ইরান, ইরাক, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, ফিলিপিনস, নরওয়ে, নেপাল, ভুটান, ভ্যাটিকান সিটির কূটনীতিকরা যোগ দেন। এছাড়া ছিলেন বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড, আর এ গনি, ড. খন্দকার মোশারররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে, জেনারেল (অব) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ড, ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, আ ন হ এহছানুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর সালেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।

No comments

Powered by Blogger.