প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করল সৌদি আরব

জনসমাগমের অধিকাংশ জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে সৌদি আরব। এর ফলে সরকারি কার্যালয়সহ রেস্তোরাঁ, কফির দোকান, সুপার মার্কেট ও বিপণী বিতানে আর ধূমপান করা যাবে না। পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বা তামাকজাত পণ্য বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।


গত সোমবার থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
ধূমপানবিরোধী অভিযানে সৌদি সরকারের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। গত বছর বিমানবন্দরগুলোতে ধূমপান নিষিদ্ধ করে দেশটি।
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ জনসমক্ষে ধূমপান নিষেধের ব্যাপারে আদেশ জারি করেছেন। গত সোমবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যুবরাজ আহমেদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, ইসলাম ধর্মে জনস্বাস্থ্য সংরক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় হুক্কা বা এ জাতীয় কোনো কিছুর সাহায্যে তামাক সেবনও অন্তর্ভুক্ত।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের চতুর্থ বৃহত্তম তামাক আমদানিকারক দেশ সৌদি আরব। দেশটির প্রায় ৬০ লাখ মানুষ ধূমপায়ী। প্রতিদিন ধূমপানের পেছনে তারা ব্যয় করে প্রায় ৮০ লাখ ডলার (তিন কোটি রিয়াল)। সূত্র : এপি।

No comments

Powered by Blogger.