বৃটিশ ‘সান’র প্রথম পাতায় হ্যারির নগ্ন ছবি
রয়েল পরিবারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রিন্স হ্যারি’র আলোচিত নগ্ন ছবিটি প্রকাশ করেছে ‘দি সান’৷ বৃটেনের সবচেয়ে বেশি বিক্রিত ট্যাবলয়েড সান’এর শুক্রবারের সংস্করণের প্রথম পাতায় হ্যারির ছবি দুটি ছাপা হয়৷
বিখ্যাত মার্কিন সেলেব্রিটি ম্যাগাজিন ‘টিএমজেড' এ ছাপা হওয়া ছবি দুটি বৃটিশ পত্রিকায় না ছাপাতে বলেছিল রয়েল পরিবার৷ এর ফলে হ্যারির প্রাইভেসি লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছিল রয়েল পরিবার৷
তাই বৃহস্পতিবার বৃটিশ কোনো পত্রিকায় হ্যারির ছবি প্রকাশ করা না হলেও একদিন পরই সেগুলো ছাপানোর সিদ্ধান্ত নেয় দি সান৷
এর পক্ষে যুক্তি হিসেবে সান’র ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ডিনসমোর গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন৷ তিনি বলেন, সারা বিশ্বের পাঠক যেখানে অনলাইনের মাধ্যমে ছবিগুলো দেখছে সেখানে বৃটেনের সবচেয়ে জনপ্রিয় পত্রিকায় সেটা থাকবে না, তা হতে পারে না৷ ডিনসমোর বলেন, বৃটিশ পত্রিকাগুলোকে ছবি প্রকাশ করতে না দেয়ার বিষয়টা ‘হাস্যকর’৷
এদিকে, প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ করে সান ঠিক করেছে নাকি বেঠিক, সেটা নিয়ে অন্যান্য বৃটিশ পত্রিকা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে৷
তবে ‘দি গার্ডিয়ান’ পত্রিকা বলেছে, এর ফলে মানুষের দুটি মৌলিক অধিকার আলোচনায় এসেছে৷ এর একটা বাকস্বাধীনতা, আর অন্যটি প্রাইভেসি বা গোপনীয়তা৷
উল্লেখ্য, লাস ভেগাসের একটি হোটেলে তোলা ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে যে, হ্যারি তার দুই হাত দিয়ে যৌনাঙ্গ ঢেকে রেখেছেন৷ তার হাতে ঘড়ি আর গলায় নেকলেস৷ এছাড়া শরীরের আর কোথাও কিছু নেই৷ অর্থাৎ পুরো নগ্ন৷ সঙ্গে এক নগ্ন তরুণী৷ সূত্র: এএফপি।
No comments