একনজরে বাল্যবিবাহ নিরোধ আইন

 ১৯২৯ সালে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন পাস করা হয়। ১৯৩০ সালের ১ এপ্রিল থেকে তা কার্যকর হয়। এই আইন ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন এবং ১৯৮৪ সালের অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়।
 আইন অনুযায়ী বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ।


এই আইনে পুরুষের বিয়ের বয়স ন্যূনতম ২১ এবং নারীর ন্যূনতম ১৮ বছর নির্ধারিত হয়। এই বয়সের নিচে কেউ বাল্যবিবাহ করলে এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বাল্যবিবাহ অনুষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনাকারী, বাল্যবিবাহের শিকার সংশ্লিষ্টদের মা-বাবা বা অভিভাবকদের জন্যও একই শাস্তির বিধান আছে। তবে আইন অনুযায়ী, বাল্যবিবাহের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নারীর কারাদণ্ডের বিধান রাখা হয়নি।
 আদালত বাল্যবিবাহের ব্যবস্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার পর তা কেউ অমান্য করলে সে ক্ষেত্রে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ আমলে বা বিচার করতে পারবেন না।

No comments

Powered by Blogger.