'দক্ষিণ সুদানে হত্যা-ধর্ষণ চালিয়েছে সেনারা'
দক্ষিণ সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ রাজ্য জংলেই-তে এ ঘটনা ঘটে। জাতিসংঘ গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এসব কারণে দেশটির শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
দক্ষিণ সুদানে অবস্থানকারী জাতিসংঘ শান্তিরক্ষী মিশন (ইউএনএমআইএসএস) বিবৃতিতে জানায়, নারীরাই সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছে। কিছু ক্ষেত্রে শিশুরাও নির্যাতিত হচ্ছে। শান্তি চুক্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে আরো বলা হয়, সেনাবাহিনীর গুটিকয়েক সদস্যের বিশৃঙ্খল আচরণের কারণে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। যা উদ্বেগজনক। তাদের হিসাব মতে, গত ১৫ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত সহিংসতায় একজন নিহত, ২৭টি নির্যাতন, ১২টি ধর্ষণ, ছয়টি ধর্ষণ চেষ্টা এবং আটটি অপহরণের ঘটনা ঘটেছে।
গত ডিসেম্বরের শেষ দিকে আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৯০০ জন নিহত হয়। এরপরই আদিবাসী সশস্ত্র গ্রুপগুলোকে নিরস্ত্র করার প্রকল্প হাতে নেয় সেনাবাহিনী। জাতিসংঘ জানায়, মূলত এরপর থেকেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটায় তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও প্রায় একই ধরনের অভিযোগ করেছে। সংস্থাটি জানায়, অস্ত্র সম্পর্কে তথ্য আদায় করতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায় এবং প্রচণ্ড নির্যাতন করে। গত বৃহস্পতিবার দক্ষিণ সুদানের সরকারকে লেখা এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, গোলযোগপূর্ণ এলাকায় ধর্ষণের ঘটনার প্রমাণও রয়েছে তাদের
কাছে। সূত্র : এএফপি।
No comments