মিসরে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষ
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গত শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১৪ ব্যক্তি আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারবিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট মুরসি একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
সরকারবিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট মুরসি একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
এই অভিযোগ নিয়েই গত শুক্রবার কায়রোর রাজপথে নেমে আসে তারা।
এ বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে ব্রাদারহুড তরুণ সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানায়। কায়রোর তাহরির স্কয়ারে উভয় পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে সংঘাতে লিপ্ত হলে ১৪ ব্যক্তি আহত হয়।
মুরসি দায়িত্ব নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই বিক্ষোভকে তাঁর জনপ্রিয়তার প্রথম পরীক্ষা বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। সূত্র : আলজাজিরা।
No comments