লক্ষ্মণ কেন ভেরি ভেরি স্পেশাল
যদি শুধু শৈল্পিক ব্যাটিংটাকেই হিসাব করা হতো, ভিভিএস লক্ষ্মণ সর্বকালের সেরাদের মধ্যেই থাকতেন। তবে লক্ষ্মণের ব্যাটিং শুধু মার্জিত ও সৌন্দর্য দিয়েই বিচার করলে ভুল হবে। তাঁর ব্যাটে রানগুলোও এসেছে দলের খুব প্রয়োজনীয় মুহূর্তে।
তিনি রান করেছেন বিরুদ্ধ পরিবেশে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে, শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে এবং শীর্ষ দলগুলোর বিপক্ষে। তাঁকে ব্যাট করতে হয়েছে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটের সঙ্গে। তুলনাও হচ্ছে তাঁদের সঙ্গে। টেন্ডুলকার ও দ্রাবিড়ের সঙ্গে শুধু ব্যাটিং গড়েই পিছিয়ে আছেন লক্ষ্মণ। টেন্ডুলকার গড় ৫৫.৪৪, দ্রাবিড়ের ৫২.৩১, অন্যদিকে লক্ষ্মণের ৪৫.৯৭। তবে মনে রাখতে হবে ক্যারিয়ারের শুরুটা মোটেই ভালো ছিল না তাঁর, প্রথম ১৬ টেস্টে মাত্র ২৪.০৭ গড়ে ৬২৬ রান করেছিলেন এই হায়দরাবাদী। ওই সময়টার হিসাব বাদ দিলে এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচগুলো না ধরলে লক্ষ্মণের গড় ৫০ ছাড়িয়ে যায়। ২০০০ সালের পর থেকে শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলা ১০৯ টেস্টে লক্ষ্মণের ব্যাটিং গড় ৫০.০৫। একই সময়ে এই দলগুলোর বিপক্ষে দ্রাবিড়ের গড় ৫০.৪৯ ও টেন্ডুলকারের ৪৯.৩৪।
লক্ষ্মণের ক্যারিয়ারে বিশেষ কিছু দিক আছে, যেটা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
লক্ষ্মণ-ইডেন প্রেমগাথা
ক্যারিয়ারের সেরা ইনিংসটি লক্ষ্মণ খেলেছিলেন কলকাতাতেই। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটিই ঘুরিয়ে দিয়েছিল তাঁর ও ভারতের ভাগ্য। ১৯৯৮ সাল থেকে এখানে খেলা ১৫ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি করেছেন। ব্যাটিং গড় ছাড়িয়েছে ১১০। ইডেন গার্ডেনেস খেলা শেষে তিন ইনিংসেই অপরাজিত সেঞ্চুরি পেয়েছেন লক্ষ্মণ। পাকিস্তানের বিপক্ষে ১১২, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৩ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৬।
ভারতের কোনো ভেন্যুতে হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ। সুনীল গাভাস্কার মুম্বাইয়ে ওয়াংখেড়ে ও চেন্নাইয়ে চিপকে করেছেন হাজারের বেশি রান।
ভারতের কোন ভেন্যুতে বেশি রান
ভেন্যু টেস্ট রান গড় ৫০/১০০
ভিভিএস লক্ষ্মণ ইডেন গার্ডেন্স ১০ ১২১৭ ১১০.৬৩ ৫/ ৩
সুনীল গাভাস্কার ওয়াংখেড়ে ১১ ১১২২ ৫৬.১০ ৫/ ৩
সুনীল গাভাস্কার চিপক ১২ ১০১৮ ৫৯.৮৮ ৩/ ৩
রাহুল দ্রাবিড় ইডেন গার্ডেন্স ৯ ৯৬২ ৬৮.৭১ ৪/ ৩
শচীন টেন্ডুলকার চিপক ৯ ৮৭৬ ৮৭.৬০ ৫/ ১
আজহারউদ্দিন ইডেন গার্ডেন্স ৭ ৮৬০ ১০৭.৫০ ৫/ ২
প্রিয় প্রতিপক্ষ
তাঁর সময়ের সেরা দলের বিপক্ষে তাঁর রেকর্ডই বলে দেয় লক্ষ্মণ কী ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সিরিজটা ভালো কাটেনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ২৯ টেস্টে প্রায় ২৫০০ রান করেছেন লক্ষ্মণ। লক্ষ্মণের ক্যারিয়ার চলাকালে শুধু শচীন টেন্ডুলকারই এর চেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। গড়ও প্রায় ৫০।
১৯৯৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পাঁচ ব্যাটসম্যান
টেস্ট রান গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ২৯ ৩০৬০ ৬১.২০ ৯/১৫
ভিভিএস লক্ষ্মণ ২৯ ২৪৩৪ ৪৯.৬৭ ৬/১২
রাহুল দ্রাবিড় ৩২ ২১২৬ ৩৮.৬৫ ২/ ১৩
বীরেন্দর শেবাগ ২১ ১৭৯৪ ৪৩.৭৫ ৩/ ১০
ব্রায়ান লারা ১৭ ১৭৮৬ ৫৫.৮১ ৭/ ৪
মিডলঅর্ডার স্তম্ভ
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ৫ ও ৬ নম্বরে ব্যাট করতে হয়েছে লক্ষ্মণকে; পাঁচে ৭৪ বার ও ছয়ে ৬৭ বার। এই দুই পজিশনে মোট রানের দিক দিয়ে সর্বকালের তৃতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ (৫,৬৩৭ রান।) গড়ও প্রায় ৫০।
৫ ও ৬ নম্বর পজিশনে সেরা পাঁচ ব্যাটসম্যান
স্টিভ ওয়াহ ২২১ ৯৯১৯ ৫৪.৫০ ৩০/ ৪৫
শিবনারায়ণ চন্দরপল ১৬৮ ৭৯১২ ৫৭.৩৩ ২১/ ৪৬
ভিভিএস লক্ষ্মণ ১৪১ ৫৬৩৭ ৪৮.৫৯ ১১/ ৩৭
অ্যালান বোর্ডার ১৩৩ ৫৬২৭ ৫২.১০ ১৫/ ৩২
মাইকেল ক্লার্ক ১০৬ ৫৪২২ ৫৭.০৭ ১৯/ ১৯
সেরা দলগুলোর বিপক্ষে সেরা সময়
২০০০ সাল থেকে গত বছরের অস্ট্রেলিয়া সফরের আগ পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ের বাইরে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে ৫১.৭২ গড়ে ৭৬০৩ রান করেছেন লক্ষণ। এটা তাঁকে রেখেছে এই তালিকার ছয়ে।
শীর্ষ আট দলের বিপক্ষে পারফরম্যান্স (২০০০ থেকে নভেম্বর ২০১১)
টেস্ট রান গড় ১০০/৫০
জ্যাক ক্যালিস ১০৫ ৯৩৩৯ ৫৮.৩৬ ৩২/ ৪২
শিবনারায়ণ চন্দরপল ৮৮ ৬৯৪৩ ৫৪.২৪ ২১/ ৩৬
কুমার সাঙ্গাকারা ৮৭ ৭৭৫৫ ৫৪.২৩ ২৩/ ৩২
রিকি পন্টিং ১১৬ ৯৮৪৬ ৫৩.৫১ ৩১/ ৪৩
বীরেন্দর শেবাগ ৮৫ ৭৬২৮ ৫২.৬০ ২২/ ২৭
ভিভিএস লক্ষ্মণ ১০৫ ৭৬০৩ ৫১.৭২ ১৬/ ৪৯
রাহুল দ্রাবিড় ১১১ ৯০১৯ ৫১.২৪ ২৫/ ৪০
কমপক্ষে ৬০০০ রান
দ্বিতীয় ইনিংস
ম্যাচের প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে গড় ভালো এমন ব্যাটসম্যানের সংখ্যা হাতে গোনা। লক্ষ্মণ আছেন সেই হাতে গোনাদের দলেই। তাঁর প্রথম ইনিংসের ব্যাটিং গড় ৪৪.২৫, দ্বিতীয় ইনিংসে ৪৮.৮৮। দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি গড় মাত্র ছয়জনের। টেন্ডুলকার (৪৪.১৩) ও দ্রাবিড় (৪১.৮৩) দুজনের গড়ই লক্ষ্মণের চেয়ে কম।
টেস্টে দ্বিতীয় ইনিংসে সেরা গড়
টেস্ট রান গড় ১০০/৫০
জ্যাক ক্যালিস ১০৭ ৪৫৩২ ৫৮.৮৫ ১১/২৬
অ্যালান বোর্ডার ১১১ ৪৩৭১ ৫৪.৬৩ ১১/২৪
কুমার সাঙ্গাকারা ৭৯ ৩৭০০ ৫৩.৬২ ১২/১৫
ম্যাথু হেইডেন ৮১ ৩৪৭২ ৫১.৮২ ১১/১৩
সুনীল গাভাস্কার ৯০ ৩৯৬৩ ৫১.৪৬ ১১/২২
জিওফ বয়কট ৮৫ ৩৩১৯ ৫১.০৬ ৯/১৭
ভিভিএস লক্ষ্মণ ৯১ ৩৪৭১ ৪৮.৮৮ ৫/২৩
ডেসমন্ড হেইন্স ৮৬ ৩০৩০ ৪৮.৮৭ ৯/ ১২
কমপক্ষে ৩০০০ রান
ক্রিকইনফো অবলম্বনে সোলায়মান পলাশ
লক্ষ্মণের ক্যারিয়ারে বিশেষ কিছু দিক আছে, যেটা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
লক্ষ্মণ-ইডেন প্রেমগাথা
ক্যারিয়ারের সেরা ইনিংসটি লক্ষ্মণ খেলেছিলেন কলকাতাতেই। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটিই ঘুরিয়ে দিয়েছিল তাঁর ও ভারতের ভাগ্য। ১৯৯৮ সাল থেকে এখানে খেলা ১৫ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি করেছেন। ব্যাটিং গড় ছাড়িয়েছে ১১০। ইডেন গার্ডেনেস খেলা শেষে তিন ইনিংসেই অপরাজিত সেঞ্চুরি পেয়েছেন লক্ষ্মণ। পাকিস্তানের বিপক্ষে ১১২, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৩ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৬।
ভারতের কোনো ভেন্যুতে হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ। সুনীল গাভাস্কার মুম্বাইয়ে ওয়াংখেড়ে ও চেন্নাইয়ে চিপকে করেছেন হাজারের বেশি রান।
ভারতের কোন ভেন্যুতে বেশি রান
ভেন্যু টেস্ট রান গড় ৫০/১০০
ভিভিএস লক্ষ্মণ ইডেন গার্ডেন্স ১০ ১২১৭ ১১০.৬৩ ৫/ ৩
সুনীল গাভাস্কার ওয়াংখেড়ে ১১ ১১২২ ৫৬.১০ ৫/ ৩
সুনীল গাভাস্কার চিপক ১২ ১০১৮ ৫৯.৮৮ ৩/ ৩
রাহুল দ্রাবিড় ইডেন গার্ডেন্স ৯ ৯৬২ ৬৮.৭১ ৪/ ৩
শচীন টেন্ডুলকার চিপক ৯ ৮৭৬ ৮৭.৬০ ৫/ ১
আজহারউদ্দিন ইডেন গার্ডেন্স ৭ ৮৬০ ১০৭.৫০ ৫/ ২
প্রিয় প্রতিপক্ষ
তাঁর সময়ের সেরা দলের বিপক্ষে তাঁর রেকর্ডই বলে দেয় লক্ষ্মণ কী ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সিরিজটা ভালো কাটেনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ২৯ টেস্টে প্রায় ২৫০০ রান করেছেন লক্ষ্মণ। লক্ষ্মণের ক্যারিয়ার চলাকালে শুধু শচীন টেন্ডুলকারই এর চেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। গড়ও প্রায় ৫০।
১৯৯৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পাঁচ ব্যাটসম্যান
টেস্ট রান গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ২৯ ৩০৬০ ৬১.২০ ৯/১৫
ভিভিএস লক্ষ্মণ ২৯ ২৪৩৪ ৪৯.৬৭ ৬/১২
রাহুল দ্রাবিড় ৩২ ২১২৬ ৩৮.৬৫ ২/ ১৩
বীরেন্দর শেবাগ ২১ ১৭৯৪ ৪৩.৭৫ ৩/ ১০
ব্রায়ান লারা ১৭ ১৭৮৬ ৫৫.৮১ ৭/ ৪
মিডলঅর্ডার স্তম্ভ
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ৫ ও ৬ নম্বরে ব্যাট করতে হয়েছে লক্ষ্মণকে; পাঁচে ৭৪ বার ও ছয়ে ৬৭ বার। এই দুই পজিশনে মোট রানের দিক দিয়ে সর্বকালের তৃতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ (৫,৬৩৭ রান।) গড়ও প্রায় ৫০।
৫ ও ৬ নম্বর পজিশনে সেরা পাঁচ ব্যাটসম্যান
স্টিভ ওয়াহ ২২১ ৯৯১৯ ৫৪.৫০ ৩০/ ৪৫
শিবনারায়ণ চন্দরপল ১৬৮ ৭৯১২ ৫৭.৩৩ ২১/ ৪৬
ভিভিএস লক্ষ্মণ ১৪১ ৫৬৩৭ ৪৮.৫৯ ১১/ ৩৭
অ্যালান বোর্ডার ১৩৩ ৫৬২৭ ৫২.১০ ১৫/ ৩২
মাইকেল ক্লার্ক ১০৬ ৫৪২২ ৫৭.০৭ ১৯/ ১৯
সেরা দলগুলোর বিপক্ষে সেরা সময়
২০০০ সাল থেকে গত বছরের অস্ট্রেলিয়া সফরের আগ পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ের বাইরে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে ৫১.৭২ গড়ে ৭৬০৩ রান করেছেন লক্ষণ। এটা তাঁকে রেখেছে এই তালিকার ছয়ে।
শীর্ষ আট দলের বিপক্ষে পারফরম্যান্স (২০০০ থেকে নভেম্বর ২০১১)
টেস্ট রান গড় ১০০/৫০
জ্যাক ক্যালিস ১০৫ ৯৩৩৯ ৫৮.৩৬ ৩২/ ৪২
শিবনারায়ণ চন্দরপল ৮৮ ৬৯৪৩ ৫৪.২৪ ২১/ ৩৬
কুমার সাঙ্গাকারা ৮৭ ৭৭৫৫ ৫৪.২৩ ২৩/ ৩২
রিকি পন্টিং ১১৬ ৯৮৪৬ ৫৩.৫১ ৩১/ ৪৩
বীরেন্দর শেবাগ ৮৫ ৭৬২৮ ৫২.৬০ ২২/ ২৭
ভিভিএস লক্ষ্মণ ১০৫ ৭৬০৩ ৫১.৭২ ১৬/ ৪৯
রাহুল দ্রাবিড় ১১১ ৯০১৯ ৫১.২৪ ২৫/ ৪০
কমপক্ষে ৬০০০ রান
দ্বিতীয় ইনিংস
ম্যাচের প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে গড় ভালো এমন ব্যাটসম্যানের সংখ্যা হাতে গোনা। লক্ষ্মণ আছেন সেই হাতে গোনাদের দলেই। তাঁর প্রথম ইনিংসের ব্যাটিং গড় ৪৪.২৫, দ্বিতীয় ইনিংসে ৪৮.৮৮। দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি গড় মাত্র ছয়জনের। টেন্ডুলকার (৪৪.১৩) ও দ্রাবিড় (৪১.৮৩) দুজনের গড়ই লক্ষ্মণের চেয়ে কম।
টেস্টে দ্বিতীয় ইনিংসে সেরা গড়
টেস্ট রান গড় ১০০/৫০
জ্যাক ক্যালিস ১০৭ ৪৫৩২ ৫৮.৮৫ ১১/২৬
অ্যালান বোর্ডার ১১১ ৪৩৭১ ৫৪.৬৩ ১১/২৪
কুমার সাঙ্গাকারা ৭৯ ৩৭০০ ৫৩.৬২ ১২/১৫
ম্যাথু হেইডেন ৮১ ৩৪৭২ ৫১.৮২ ১১/১৩
সুনীল গাভাস্কার ৯০ ৩৯৬৩ ৫১.৪৬ ১১/২২
জিওফ বয়কট ৮৫ ৩৩১৯ ৫১.০৬ ৯/১৭
ভিভিএস লক্ষ্মণ ৯১ ৩৪৭১ ৪৮.৮৮ ৫/২৩
ডেসমন্ড হেইন্স ৮৬ ৩০৩০ ৪৮.৮৭ ৯/ ১২
কমপক্ষে ৩০০০ রান
ক্রিকইনফো অবলম্বনে সোলায়মান পলাশ
No comments