তানজানিয়ায় ফেরিডুবি নিহত ৩৮

তানজানিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল জানজিবারের উপকূলে গত বুধবার দুপুরে প্রায় ২৯০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এর মধ্যে অন্ততপক্ষে ৩১ জন শিশু ছিল।


জানজিবারের এক মন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন ইউরোপীয় নাগরিক রয়েছেন। ইতিমধ্যে ১৪৫ জনকে উদ্ধার করা হলেও অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। প্রবল বাতাসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুলিশের মুখপাত্র মোহাম্মদ মিনা জানান, জীবিত আর কাউকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। তিনি বলেন, 'উদ্ধার কার্যক্রম চলছে। তবে আর কাউকে জীবিত উদ্ধার করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।'
পুলিশ কমিশনার মুসা আলী মুসা বলেন, 'আমরা এখন পর্যন্ত ৩৮ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এ ছাড়া ১৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।' তবে জানজিবারের যোগাযোগমন্ত্রী হামাদ মাসুদ হামাদ সাংবাদিকদের বলেন, 'দুজন ইউরোপীয়সহ আমরা এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ পেয়েছি।'
তানজানিয়ার দারুস সালাম শহর থেকে ফেরিটি জানজিবারের উদ্দেশে যাত্রা করে। সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে দুই ঘণ্টা লাগে।
এ নিয়ে দেশটিতে গত এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন বড় নৌ দুর্ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরেই অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা জানজিবারের উপকূলে ডুবে গেলে প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। নৌকাটিতে ৮০০ যাত্রী ছিল বলে ধারণা করা হয়। দারুস সালাম ও জানজিবারের এই পথটি তানজানিয়ান ও বিদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.