বিষ্টির ছড়া by আবেদীন
বিষ্টি নামে শ্যামল গ্রামে
সকাল দুপুর জলের নূপুর বাজে—
গাছের পাতায় মাথার ছাতায়
সুর মেখে যায় মনের খাতায়টপটপাটপ টাপুর টুপুর
কী জাদু হায় ছন্দ-কারুকাজে!
নদীর বুকে জল করে থই থই
ডোবার জলে টেংরা-পুঁটি-কই।
পদ্ম ফোটে শাপলা ফোটে
কদম-কেয়ার গন্ধ হাওয়ায় ভাসে—
বৃক্ষ-লতা বিষ্টি ধোয়া
মাটির বুকে জলের ছোঁয়া
সজীবতার নিটোল ছবি
বিষ্টি ভেজা মাঠের ঘাসে ঘাসে।
বিষ্টিতে ঘাম-ক্লান্তিরা যায় ধুয়ে
সিক্ত হাওয়া যায় দেহ-মন ছুঁয়ে।
No comments