সিটিসেল যেকোনো মোবাইল সেটে!-জিএসএম প্রযুক্তি ব্যবহারের আবেদন, বিটিআরসির সম্মতি by কাজী হাফিজ

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহকরা যেকোনো মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে। দেশে একমাত্র কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস (সিডিএমএ) প্রযুক্তি ব্যবহারকারী এই অপারেটর এখন অন্য অপারেটরদের মতো জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।


সিটিসেলের গ্রাহক হতে হলে রিম সংযুক্ত বিশেষ ধরনের হ্যান্ডসেট ব্যবহারের বাধ্যবাধকতা আর থাকছে না। রিমের বদলে সিম নিয়ে সাধারণ যেকোনো হ্যান্ডসেটে তা ব্যবহার করা যাবে।
সিটিসেল এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়ে এবং অনুমতি চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন করেছে।
বিটিআরসিও তাতে সম্মত দেয়। তবে টু-জি লাইসেন্স নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর দেনা-পাওনা পরিশোধ সাপেক্ষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ এ বিষয়ে গতকাল বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, 'সিটিসেলের আবেদন আমরা পেয়েছি এবং আজ (বুধবার) কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জিএসএম প্রযুক্তি ব্যবহার করতে চাইলে সিটিসেলকে তাদের জন্য বরাদ্দ ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রামের বদলে ৯০০ ও এক হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্প্রেকট্রাম ব্যবহার করতে হবে। স্প্রেকট্রাম পাল্টে দেওয়াতে কোনো সমস্যা হবে না। কারণ উভয় ধরনের স্পেকট্রামের মূল্য একই।'
বিটিআরসি চেয়ারম্যান বলেন, 'আমাদের টু-জি মোবাইল লাইসেন্স গাইডলাইনে উন্মুক্ত প্রযুক্তির কথা বলা আছে। অপারেটররা তাদের সুবিধা অনুসারে যেকোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এসব বিচারে সিটিসেলের আবেদন গ্রহণযোগ্য বলেই কমিশনের ধারণা। তবে টু-জি মোবাইল লাইসেন্স নবায়ন নিয়ে আদালতে মামলার নিষ্পত্তি হওয়ার পর দেনা-পাওনা পরিশোধ সাপেক্ষে এ বিষয়ে সিটিসেলকে অনুমতি দেওয়া যেতে পারে।'
জিয়া আহমেদ আরো বলেন, আসলে সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করে সিটিসেল তাদের গ্রাহক বাড়াতে পারছে না। সারা বিশ্বেই এখন জিএসএম প্রযুক্তি জনপ্রিয়। সে কারণেই মূলত জিএসএম প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে সিটিসেল।
এদিকে প্রযুক্তিগত পরিবর্তনের পর সিটিসেলের বর্তমান প্রায় ২০ লাখ গ্রাহক কী করবেন? তাদেরকে কি বর্তমান সিডিএমএ হ্যান্ডসেটের বদলে নতুন হ্যান্ডসেট দেওযা হবে? এ প্রশ্নে সিটিসেলের করপোরেট কমিউনিকেশন্স ও পাবলিক রিলেশন বিভাগের প্রধান তাসলিম আহমেদ এ প্রতিবেদককে বলেন, জিএসএম প্রযুক্তি ব্যবহারের অনুমতি পেলেও পাশাপাশি সিডিএমএ প্রযুক্তি বহাল থাকবে। গ্রাহকরা তাদের ইচ্ছামাফিক যেকোনো একটি প্রযুক্তি বেছে নিতে পারবেন।

No comments

Powered by Blogger.