নিমন্ত্রণ by জি এম তানিম

তুমি যাবে ভাই—যাবে মোর সাথে, আমাদের স্টেডিয়ামে?
ভিড় রাস্তায় পড়ে থাক বাস, রিকশা ট্রাফিক জ্যামে;
সবকিছু ফেলে করে হইচই,


চলো আজ সবে দেখে আসি অই,
যেথা মুশফিক, তামিম, সাকিব আজ ব্যাট হাতে নামে।
তুমি যাবে ভাই—যাবে মোর সাথে, আমাদের স্টেডিয়ামে?

বড় মাঠখানি-গ্যালারিতে ভিড়, তারই একপাশে বসে,
কোনো উইকেট পড়ে যায় যদি আম্পায়ারের দোষে,
উচ্ছ্বাস আজ থামে না তবু যে,
গ্যালারি ভরেছে লালে ও সবুজে,
শিরে ব্যান্ডানা, গালে আলপনা, মনে জমা রাখা জোশে,
সমর্থকেরা ছোটে গ্যালারির এ-মাথা ও-মাথা চষে।

তুমি যাবে ভাই—যাবে মোর সাথে, যেখানে সে খেলা হয়,
ব্যাটের আঘাতে বল হবে দূর, হবে চার, হবে ছয়।
আবার দেশের বোলাররা এসে,
প্রতিপক্ষকে চেপে ধরে ঠেসে
পটাপট ফেলে উইকেট সব ভুলে গিয়ে সব ভয়,
চিয়ারে চিয়ারে ছিনিয়ে আনব বাংলাদেশের জয়।

(মূল কবিতা: পল্লিকবি জসীমউদ্দীনের ‘নিমন্ত্রণ’)

No comments

Powered by Blogger.