বাণী চিরন্তনী

দুই সাংবাদিককে নিজেদের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি তদন্ত হচ্ছে। ২৪-০২-২০১২, প্রথম আলো ১২ মার্চ মহাসমাবেশের নামে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করা হলে খবর আছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আমাদের করার কিছু নেই।


কিন্তু কর্মসূচির নামে ১৮ ডিসেম্বরের মতো বোমাবাজি, অগ্নিসংযোগ, মানুষ হত্যার চেষ্টা করা হলে তার জবাব দেওয়া হবে।
০৩-০৩-২০১২, প্রথম আলো

উনি কী ভেবেছেন, তত্ত্বাবধায়ক এলে ওনাকে একেবারে কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। ওনাকে তো কোলে তুলে ক্ষমতায় বসাবে না। কিন্তু ওনার বোঝা উচিত, তত্ত্বাবধায়ক এসে ওনাকেই জেলে পুরেছিল। তাঁর দুই ছেলেকে উত্তমমধ্যম দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আর এবার যদি তত্ত্বাবধায়ক আসে, তাহলে তাঁদের ধরে এনে কারাগারে পুরবে। সেটা ওনার মনে রাখা উচিত।
০৭-০৩-২০১২, প্রথম আলো

বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কথা ও কাজে মিল নেই। তাঁর ছোবল যে কত মারাত্মক, তা ২০০১ সালের নির্বাচনের পরে টের পেয়েছি।
১০-০৩-২০১২, প্রথম আলো

তাঁর জন্ম শিলিগুড়ির চা-বাগানে। তাঁর নানা-নানির নাম কী? জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে। তাঁর বাবা-মায়ের কবর পাকিস্তানে। দেশের প্রতি তাঁদের দরদ থাকবে কী করে? জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা। বিএনপির নেতা মেজর হাফিজের লেখা বইয়ে আছে, মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বেগম জিয়াকে ভারতে নিয়ে যেতে এসেছিলেন। তিনি যাননি। তিনি ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মেসে ছিলেন।
১৮-০৩-২০১২, প্রথম আলো

খেলা শুরু হয়েছে, আমি বক্তব্য আরও সংক্ষেপ করার চেষ্টা করি।
২০-০৩-২০১২, প্রথম আলো

আমি বিরোধীদলীয় নেত্রীর মতো মিথ্যার ফুলঝুরি দেব না। তিনি ভূরি ভূরি মিথ্যা তথ্য দিয়েছেন।
২০-০৩-২০১২, প্রথম আলো

‘বিরোধীদলীয় নেত্রী বিভিন্ন অসত্য তথ্য দিয়ে একখানা উপন্যাস রচনা করেছেন। উপন্যাসটি পাঠ করে দিয়ে তিনি সংসদ থেকে চলেও গেছেন। তার পরও আমি তাঁকে ধন্যবাদ জানাই, তবুও তো তিনি এসেছেন।’
২০-০৩-২০১২, প্রথম আলো

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ কিছু পায়। ক্ষমতায় এলে আমরা আন্তর্জাতিক পুরস্কার পাই, বিএনপি পায় তিরস্কার। হত্যা, খুন, জঙ্গিবাদ, বোমা হামলা, বাংলা ভাই ও লুটতরাজ ছাড়া আর কিছুই দিতে পারেনি তারা।
২১-০৩-২০১২, প্রথম আলো

আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে, তখন দেশবাসীকে কিছু না কিছু দেয়। দাবিদাওয়া করতে হবে না, বলতেও হবে না। নতুন নতুন উপহার নিয়ে আপনাদের কাছে আসব।
২৪-০৩-২০১২, প্রথম আলো

আমরা যা করে যাই বিএনপি সরকার তা মুছে ফেলে। ক্ষমতায় গেলে নতুন এই সমুদ্রসীমাও কি মিয়ানমারকে ফেরত দিয়ে দেবেন?
২৮-০৩-২০১২, প্রথম আলো

লোডশেডিংয়ের দরকারও আছে, মানুষ যাতে ভুলে না যায়, লোডশেডিং নামে কিছু একটা ছিল।
২৯-০৩-২০১২, প্রথম আলো

পত্রিকা ও টেলিভিশনগুলো এখন সত্য-মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলছে।
৩০-০৩-২০১২, প্রথম আলো

এত বিদ্যুৎ উৎপাদন করলাম, তা যেন চোখেই পড়ে না। মাঝে মাঝে মনে হয়, আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, তা সাত দিন বন্ধ রেখে আগের তিন হাজার মেগাওয়াটে রাখলেই তাদের কথাবার্তা বন্ধ হবে। তখন প্রমাণ হবে, বিদ্যুৎ উৎপাদন করেছি কি না।
০৩-০৪-২০১২, প্রথম আলো

No comments

Powered by Blogger.