রসকারণ-এক রাতে চুল পাকে কীভাবে? by আব্দুল কাইয়ুম
ঠিক এক রাতে না হলেও এক-দেড় সপ্তাহে মাথার চুল পেকে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। কখনো প্রবল মানসিক চাপে পড়লে বা ক্রমাগত দুশ্চিন্তায় থাকলে এ রকম হয়। তবে এখানে একটা শর্ত আছে। হঠাৎ চুল পাকা সম্ভব তখনই, যখন কারও মাথায় অন্তত কিছু চুল পাকা থাকে। বেশির ভাগ চুল কালো থাকলে ওই সব পাকা চুল চোখে পড়ে না।
চুলের গোড়ায় বিশেষ ধরনের ক্ষুদ্র থলি (ফলিকল) তিনটি পর্বে চুল তৈরি করে। প্রথম পর্যায়টি হলো বেড়ে ওঠার কালপর্ব। এটা দুই থেকে ছয় বছর পর্যন্ত চলে। এরপর কয়েক সপ্তাহ স্থির থেকে শেষ পর্বে পুরোনো চুল পড়ে যায়, নতুন চুল ওঠে। কেউ যদি খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকে, তাহলে তাঁর শরীরের স্বয়ংক্রিয় প্রতিরোধব্যবস্থায় বড় ধরনের গোলমাল দেখা দেয়। এর প্রভাবে কয়েক বছর ধরে বেড়ে ওঠা চুলগুলো মাত্র কয়েক দিনের মধ্যে পড়ে যায়। পুরোনো চুল সাধারণত কালো থাকে। তাই ওগুলো বেশি বেশি পড়তে থাকলে সাদা চুলগুলো কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হয়ে ওঠে। এ জন্যই মনে হয়, হঠাৎ করে সব চুল পেকে গেছে।
No comments