হোটেল ছাড়লেন আশরাফুল
চট্টগ্রামেই নিশ্চিত হয়ে যায়, ঢাকা টেস্টে দলে থাকছেন না আশরাফুল। গতকাল সংবাদপত্র মারফত বিষয়টা জেনে যায় দেশবাসী; কিন্তু যার খবর তাকেই সময়মতো জানায়নি বিসিবি। জানিয়েছে গতকাল বিকেলে। গতকাল বিকেল ৫টার দিকে আশরাফুল যখন দলবদলের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিসিডিএম অফিসে, তখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সাবি্বর খান ফোন করে হোটেল ছেড়ে দিতে বলেন তাকে।
রাত ৮টায় আশরাফুল ফোনে জানিয়েছেন, রাতের মধ্যেই হোটেল ছেড়ে দেবেন তিনি। অথচ গতকাল মিরপুরে টেস্ট স্কোয়াডের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সাংবাদিকদের কোচ স্টুয়ার্ট ল বলেছেনও, 'আমি যতদূর জানি, আশরাফুল স্কোয়াডে আছে এবং সে জন্যই অনুশীলন করেছে। আমাদের এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।' একজন জাতীয় ক্রিকেটারকে এভাবে হোটেল থেকে আচমকা বের করে দেওয়ার নজির বিশ্বের আর কোনো দেশেই সম্ভবত নেই। বুধবার বিকেলেই ঢাকা টেস্টের দলের তালিকা ক্রিকেট পরিচালনা বিভাগে জমা দেন নির্বাচকরা; কিন্তু একদিন পার হয়ে গেলেও আশরাফুলকে খবরটি দেওয়া হয়নি। জানা গেছে, বিসিবি সভাপতির অনুমোদন পেতে দেরি হওয়ায় এমনটি হয়ে গেছে। তবে আসল কথা হলো, একদিন অনুশীলন করে অস্বস্তির মুখে হোটেল ছাড়তে হলো আশরাফুলকে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, 'নির্বাচকরা যদি দায়িত্বশীল হতেন তাহলে চট্টগ্রাম টেস্টের পরই আশরাফুলকে জানিয়ে দিতেন তারা; কিন্তু হোটেলে ওঠানোর পর আশরাফুলের মতো একজন ক্রিকেটারকে এভাবে চলে যেতে বলা অপমান করার শামিল। এখন সে হয়তো রান পাচ্ছে না; কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে সামান্য কিছু হলেও তো সে দিয়েছে। তার সঙ্গে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করা মোটেও উচিত হয়নি।'
No comments