মামলার বাদীকে আইনজীবীর চেম্বার থেকে অপহরণ করেছে ছাত্রলীগ কর্মীরা

ইনজীবীর চেম্বার থেকে মামলার বাদীকে অপহরণ করে নিয়ে গেছে ছাত্রলীগ কর্মীরা। পুরনো ঢাকার জজ কোর্ট এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা এ অপহরণের ঘটনা ঘটায়। অপহরণের সময় আইনজীবীরা অপহরণকারী এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপহরণের শিকার মামলার বাদীর হদিস এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জানা যায় গতকাল জজকোর্টে


আইনজীবী আবদুল কাদের জিলানির চেম্বারে একটি মামলার বিষয়ে আলোচনা করার জন্য আসেন মামলার বাদী আজিজুল ইসলাম স্বপন। দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৭-৮ জন কর্মী অস্ত্রের মুখে মামলার বাদী আজিজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় আইনজীবীরা অপহরণ দলের সদস্য কাকন সিদ্দিকী নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এককর্মীকে হাতেনাতে আটক করে। বিষয়টি আইনজীবী নেতাদের জানালে ছাত্রলীগ কর্মী কাকন সিদ্দিকীকে আইনজীবী সমিতিতে নিয়ে আসা হয়। এ সময় জবি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির কয়েকজন এসে কাকনকে ছাড়িয়ে নেয়ার দেন দরবার করে। এ ব্যাপারে ছাত্রলীগের এক নেতা সাংবাদিকদের জানায় অপহৃত আজিজুল স্বপনকে ছাড়িয়ে আনার ব্যাপারে আলোচনার জন্য এসেছি অন্য কোনো কারণে নয়। পরে সন্ধ্যায় সাধারণ আইনজীবীদের দাবির মুখে আইনজীবী সমিতির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ কাকনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে অপহৃত আজিজুলকে অপহরণ করে কলাবাগান এলাকার কোথাও নিয়ে রাখা হয়েছে। ছাত্রলীগ ও আইনজীবীদের একটি পক্ষ চাচ্ছে অপহৃতকে মুক্তির মাধ্যমে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হোক। সাধারণ আইনজীবীরা ক্ষোভের সঙ্গে জানায় সম্প্রতি আইনজীবীদের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রলীগ ক্যাডারদের প্রাধান্য দেয়ায় ছাত্রলীগ কর্মীরা এ ধরনের দুঃসাহস দেখাতে পেরেছে।

No comments

Powered by Blogger.