বঙ্গবন্ধু সেতু মেরামতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে : যোগাযোগমন্ত্রী

ঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামত কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সেতুর দুটি দিক রয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত। রক্ষণাবেক্ষণের ব্যাপারে ওভারলোড, ওজন মাপার মেশিন ও যারা তত্ত্বাবধায়ন করে তাদের সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে।


কেউ কেউ রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারেও অভিযোগ করেছেন। এসব অভিযোগের সত্যতা কতটুকু তা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেয়া হবে। তবে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে মন্ত্রী বিস্তারিত কিছু বলেননি। আগামী জুনে সেতুর ফাটল মেরামতের কাজ শেষ হওয়ার আশা ব্যক্ত করে যোগাযোগমন্ত্রী বলেন, সেতুর অনেক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। ফাটল মেরামতের কাজ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেরামতকারী প্রতিষ্ঠানের কিছু যন্ত্রপাতি এসেছে। বাকি প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব শিগগি্রই আসবে। এর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কের চলমান মেরামত কাজ পরিদর্শন করেন। সেখানে তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মহাসড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগকে। সেই সঙ্গে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পৌলি ব্রিজের কাছে একটি বিকল্প বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশ দেন তিনি। এ সময় সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান, খন্দকার আব্দুল বাতেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুর করিম চৌধুরী ও পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত হোসেনসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা চত্বরে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, দেশজুড়ে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করাই হবে মন্ত্রী হিসেবে তার প্রথম ও প্রধান কাজ। এ কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী দুই বছর মাঠে থাকার ঘোষণা দেন তিনি। এ সময় সেতু ভবনের সচিব মোশারফ হোসেন ভুঁইয়া, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কেএম হোসেন আলী হাসানসহ বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.