রিকশার প্যাডেলে জীবন-মুক্তিযুদ্ধের বীরদের যন্ত্রণাগাথা

রিকশা-ভ্যানের প্যাডেল ঘুরলে পেটে জোটে ভাত, না হলে উপোস_ ৬১ বছর বয়স্ক সিরাজ উদ্দিনের জীবনগাথা তুলে ধরা হয়েছে বৃহস্পতিবারের সমকালে। ফরিদপুরের নগরকান্দার এ শ্রমজীবী মানুষটির আরেকটি পরিচয় রয়েছে_ একাত্তরে বয়স যখন একুশ, তখন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার সহযোদ্ধাদের কয়েকজন শহীদ হয়েছেন। শ্রমে-ঘামে বেঁচে থাকায় লজ্জা নেই।


তার চেয়ে বেশি বয়সীরাও বাঁচার জন্য নিত্যদিন কঠোর পরিশ্রম করে। মুক্তিযুদ্ধ করেছেন বলে পায়ে পা তুলে খাবেন, এমন দাবি তিনি নিশ্চয়ই করেন না। পরিশ্রমে তার আপত্তি নেই। সমকালে তাকে নিয়ে প্রতিবেদনের সঙ্গে যে ছবি ছাপা হয়েছে তাতে দেখা যায়, তার রিকশা-ভ্যানে কয়েকজন সওয়ারি। এ থেকে খুব বেশি আয় হওয়ার কথা নয়। জমিজমা নেই তার। আয়ের অন্য উৎসও নেই। রিকশা-ভ্যানই জীবিকার উৎস। এ থেকেই খাওয়ার সংস্থান করতে হয়, সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়। একাত্তরে রণাঙ্গনে যাওয়ার সময় যে স্বপ্ন ছিল তার চোখে-মুখে, স্বল্প আয়ে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তার মতো কষ্টে থাকা আরও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন সারাদেশে। সরকার তাদের ভাতা দেয় মাসে দুই হাজার টাকা। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে অনেক কলকারখানা তুলে দেওয়া হয়েছিল অভাবী মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার জন্য। কিন্তু তা বারোভূতে লুটেপুটে খেয়েছে। এসব প্রতিষ্ঠান এখন ধনবান শ্রেণীর হাতে। আর সিরাজ উদ্দিনরা টেনে চলেছে জীবনের ঘানি। তাদের জন্য বিশেষভাবে কিছু করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য রয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলও এ নিয়ে পরিকল্পনা করতে পারে। এর ফলে অনেকের জীবন একটু হলেও সহজ হবে, পরিবারের সদস্যদের মুখে ফোটানো যাবে হাসি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সুবিধা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতেও তা মেলে। কিন্তু এখনও অনেক মুক্তিযোদ্ধা রয়েছে যাদের সন্তানরা ওই পর্যায়ে পেঁৗছাতে পারছে না। এতেও কিন্তু প্রকাশ পায় সিরাজ উদ্দিনের মতো অনেক মুক্তিযোদ্ধার স্বপ্নভগ্নের যন্ত্রণাগাথা।

No comments

Powered by Blogger.