আঁদ্রে মালরো by ইমরান রহমান
১৯০১ সালের ৩ নভেম্বর প্যারিসের এক সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, শিল্পকলা-তাত্ত্বিক ও রাজনৈতিক কর্মী আঁদ্রে মালরো। লেখনীর মাধ্যমে তিনি বিংশ শতাব্দীর সংস্কৃতিকে নানাভাবে প্রভাবিত করেন। একোল দে লঁগ ওরিয়াঁল বা বর্তমান ইনসিল্টটিউট ন্যাশনাল দি লেগ অ্যাট সিভিলাইজেশন্স অরিয়েন্টালে তিনি পড়াশোনা করেন।
১৯২৩ সালে এক প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে সস্ত্রীক ইন্দোচীন উপদ্বীপের কম্বোডিয়ায় যান তিনি। সেখানে ফদ্ধান্সের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। ১৯২৫-২৭ সাল পর্যন্ত চীনের গৃহযুদ্ধে তিনি কুওমিন্টাংয়ের পক্ষে অংশগ্রহণ করেন। তার রচিত লা কোঁদিসিওঁ হিউমেইন নামাফ নামক উপন্যাসটির জন্য তিনি প্রি গোঁকুর পুরস্কার লাভ করেন। এই উপন্যাসটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। স্পেনের গৃহযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। এসময় একটি স্কোয়াড্রনের বিমানচালক ছিলেন আঁদ্রে মালরো। এই গৃহযুদ্ধের অভিজ্ঞতাকে আশ্রয় করে তিনি লেখেন উপন্যাস ‘লেম্পোয়ার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা তাকে বন্দি করে। কিন্তু তিনি পালিয়ে যান। প্রথম জীবনে সাম্যবাদের সঙ্গে জড়িত থাকলেও পরবর্তী সময়ে তিনি ফদ্ধান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গ্যলের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ফদ্ধান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। নন্দনতত্ত্বের ওপর তার লিখিত ‘পাসিকোলোজি দ্য লার’ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ১৯৭৬ সালের ২৩ নভেম্বর তিনি পরলোকগমন করেন।
No comments