যুদ্ধবিরতি প্রত্যাহার করল পশ্চিমবঙ্গের মাওবাদীরা
পশ্চিমবঙ্গ রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা যুদ্ধবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে মাওবাদী নেতা আকাশ স্বাক্ষরিত একটি বিবৃতি গত সোমবার প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারি নির্দেশে মাওবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিদ্রোহীরা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ও তাঁর ছেলেকে হত্যা করে। পুরুলিয়া জেলার বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সরকারের নিয়োগ করা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর মাওবাদীরা গত ৩ অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই মাওবাদীদের সঙ্গে সমঝোতা আলোচনার উদ্যোগ নেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাজ্য সরকার মধ্যস্থতাকারী নিয়োগ করে। মধ্যস্থতাকারীরা বেশ কিছুদিন আলোচনা চালিয়েও মাওবাদীদের শান্তি আলোচনায় বসাতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, সরকারি নির্দেশে মাওবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিদ্রোহীরা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ও তাঁর ছেলেকে হত্যা করে। পুরুলিয়া জেলার বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সরকারের নিয়োগ করা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর মাওবাদীরা গত ৩ অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই মাওবাদীদের সঙ্গে সমঝোতা আলোচনার উদ্যোগ নেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাজ্য সরকার মধ্যস্থতাকারী নিয়োগ করে। মধ্যস্থতাকারীরা বেশ কিছুদিন আলোচনা চালিয়েও মাওবাদীদের শান্তি আলোচনায় বসাতে পারেনি।
No comments