সুপ্রিম কোর্টের রায়-জুকোটি পার্কে অভিযান বৈধ ছিল, শিবির করা যাবে না

নিউ ইয়র্কে জুকোটি পার্ক থেকে 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনকারীদের হটিয়ে দিতে চালানো পুলিশি অভিযান বৈধ ছিল। বিক্ষোভকারীরা অভিযান চ্যালেঞ্জ করে আদালতে গেলে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার এ রায় দেন। একই সঙ্গে পার্কে কোনো শিবির স্থাপন করা যাবে না বলেও রায় দেন আদালত। তবে এ রায় সত্ত্বেও মঙ্গলবার রাতেই পার্কে ফিরে যায় অসংখ্য বিক্ষোভকারী।


নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি মাইকেল স্টলমান আন্দোলনকারীদের পার্কে শিবির করার আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী প্রতিবাদ করতে কোনো পার্কে শিবির করার অধিকার দেওয়া হয়নি। তবে নগর কর্তৃপক্ষকে পার্কটি পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেন স্টলম্যান। আর সে ক্ষেত্রে পার্কে তাঁবু, ত্রিপল, কোনো স্থাপনা তৈরি এবং জেনারেটর রাখা যাবে না বলে রুল জারি করেন আদালত।
আদালতের আদেশের পর পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর জুকোটি পার্ক খুলে দিলে আন্দোলনকারীরা একে এক সেখানে ফিরে আসে।
ডালাস কর্টার নামে এক বিক্ষোভকারী বলেন, 'পার্কে তাঁবু টানানোর অধিকার চেয়ে ফের আদালতে যাব। তবে আদালত যে রায় দিয়েছেন, তা আমাদেরই জয়।'
আরেক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, 'রায় যাই হোক না কেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের নগরী, দুই মাস ধরে এখানে আমরা অবস্থান করছি। এখানে কী হচ্ছে তা দেখতে পুরো বিশ্ব তাকিয়ে আছে।'
অভিযান সম্পর্কে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানান, পার্ক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে আন্দোলনকারীদের সাময়িকভাবে উচ্ছেদ করা হচ্ছে। আদালতের রায়ের পর দেওয়া বিবৃতিতে তিনি বলেন, 'জুকোটি পার্ক সবার জন্য খুলে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত পার্কের নিয়ম মেনে চলবেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা পার্কে থাকতে থাকতে পারবেন।'
গত ১৭ সেপ্টেম্বর জুকোটি পার্ক থেকে 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন শুরু হয়। প্রথমে কয়েক ডজন লোক ব্যক্তিমালিকানার ওই পার্কটিতে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। সামাজিক বৈষম্য ও রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবের বিরোধী এ আন্দোলন বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ অভিজাত এ বিশ্ববিদ্যালয় শুধু ১ শতাংশের শিক্ষার ব্যবস্থা করছে। সূত্র : বিবিসি, এএফপি, গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.