ঈদের ছবির হালহকিকত by সুদীপ কুমার দীপ

দে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। এর মধ্যে শাকিব খানেরই রয়েছে 'প্রিয়া আমার জান', 'কিং খান' ও 'বস নাম্বার ওয়ান' নামের তিনটি ছবি। বাকি দুটি ছবির মধ্যে 'ছোট্ট সংসার' ছবিটিতে ডিপজল, মারুফ এবং 'প্রজাপতি' ছবিটিতে জাহিদ হাসান ও মোশাররফ করিম অভিনয় করেছেন। ঢাকা এবং ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছবিগুলোর হালহকিকত নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ


এবার ঈদে 'প্রিয়া আমার জান' ছবিটি সর্বাধিক ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। টেবিল কালেকশনের দিক থেকেও ছবিটি ঈদের অন্যান্য প্রযোজকদের চমকে দিয়েছে। প্রদর্শকদের কাছ থেকে প্রযোজক দুই লাখ ২০ হাজার থেকে দুই লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করে ছেড়েছেন। ফলে ছবি মুক্তির আগেই প্রতিষ্ঠানটি কোটির ওপরে টাকা ঘরে তুলেছে। জোনাকি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক পটু বলেন, 'কোরবানির ঈদে ঢাকায় সাধারণত মানুষ অনেক কম থাকে। ফলে ছবির ব্যবসাও তেমন জমে না। তার পরও এ ছবিটিতে আমাদের কোনো ক্ষতি হবে না বলতে পারি।' অন্যদিকে 'সূর্যমহল' প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক মো. ফিরোজ বলেন, 'হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমাদের এখানে দর্শক অনেক কমে গেছে। ফলে নাইট শো চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তা ছাড়া এত বেশি রেন্টালে ছবিটি নিয়ে যেটা আশা করেছিলাম, তা হলো না। শেষ পর্যন্ত হয়তো ক্ষতির সম্মুখীনই হতে হবে।' এদিকে এবার শাকিবের 'কিং খান' ছবিটি নিয়ে প্রদর্শকদের মধ্যে সবচেয়ে হতাশা সৃষ্টি হয়েছে। ছবির গল্প ও নির্মাণশৈলী নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকার 'রাজমণি' কর্তৃপক্ষ ছবিটি নিয়ে কিছুটা সন্তুষ্ট থাকলেও বিপাকে পড়েছে মনিহার কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহটির ব্যবস্থাপক মিঠু বলেন, 'নতুন প্রযুক্তির কথা শুনে ছবিটি নিয়েছিলাম। রেন্টাল থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটির পেছনে লগি্ন হয়েছে প্রায় চার লাখ টাকা। কিন্তু বিক্রির হিসাব দেওয়ার কোনো ইচ্ছাই নেই। প্র্রযোজক এবং পরিচালকরা যদি এভাবে অযত্নে ছবি তৈরি করেন, তাহলে আমরা ব্যবসা করব কিভাবে!' 'বস নাম্বার ওয়ান' ছবিটি মুক্তি পেয়েছে ৫০টি প্রেক্ষাগৃহে। ঢাকার 'আনন্দ' ও ময়মনসিংহের 'পূরবী' পেক্ষাগৃহে চলছে ছবিটি। 'আনন্দ'র ব্যবস্থাপক আলম ও 'পূরবী'র ব্যবস্থাপক কাজী দেলোয়ার হোসেন ছবিটি নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। ডিপজলের 'ছোট্ট সংসার' মুক্তি পেয়েছে ২৩টি প্রেক্ষাগৃহে। এ ছবির রেন্টাল ছিল এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত। ছবিটি ঢাকার 'আজাদ' ও চট্টগ্রামের 'আলমাস' প্রেক্ষাগৃহে চলছে। আজাদের পর্যবেক্ষক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন ছবিটির দর্শকপ্রিয়তায় খুশি। 'আলমাস' প্রেক্ষাগৃহের আবদুল কাদের খন্দকারও একই কথা বলেন। তিনিও ছবিটির দর্শক রিপোর্টে খুশি হয়েছেন। এদিকে স্টার সিনেপ্লেঙ্ ও বলাকা প্রেক্ষাগৃহ দুটিতে মুক্তি পেয়েছে 'প্রজাপতি'। প্রেক্ষাগৃহ দুটির কর্তৃপক্ষ ছবিটি নিয়ে আশাতীত সাড়া পেয়েছে বলে জানা যায়। এখন পর্যন্ত স্টার সিনেপ্লেঙ্ েহাউসফুল বোর্ড ঝোলানো দেখে এর সত্যতার প্রমাণও পাওয়া যায়।

No comments

Powered by Blogger.