বিদেশে যাওয়ার অনুমতি পেলেন অ্যারোইয়ো
ফিলিপাইনের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এ অনুমতি দেওয়া হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত অ্যারোইয়োর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।
আদালতের মুখপাত্র মিদাস মারকুয়েজ জানান, অ্যারোইয়োর চলাফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ৮ ও বিপক্ষে ৫টি ভোট পরে। এর ভিত্তিতে বিচারকরা সাবেক এই প্রেসিডেন্টের বিদেশ যাওয়ার ওপর থেকে সাময়িক ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেন।
অ্যারোইয়ো জানিয়েছেন, হাড়ের সমস্যার চিকিৎসা করাতে তিনি বিদেশে যেতে চান। এ জন্য তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে আদালতে পিটিশন দায়ের করেছিলেন।
আদালতের মুখপাত্র মিদাস মারকুয়েজ জানান, অ্যারোইয়োর চলাফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ৮ ও বিপক্ষে ৫টি ভোট পরে। এর ভিত্তিতে বিচারকরা সাবেক এই প্রেসিডেন্টের বিদেশ যাওয়ার ওপর থেকে সাময়িক ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেন।
অ্যারোইয়ো জানিয়েছেন, হাড়ের সমস্যার চিকিৎসা করাতে তিনি বিদেশে যেতে চান। এ জন্য তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে আদালতে পিটিশন দায়ের করেছিলেন।
No comments