চেয়ারে বসে উড়বেন তাঁরা

একজন মার্কিন নাগরিক, অন্যজন ইরাকি। দুজন একসঙ্গে উড়বেন আকাশে। তবে বিমান বা হেলিকপ্টারে নয়; চেয়ারে বসে। তাঁদের চেয়ার আকাশে ওড়াবে বিশেষভাবে তৈরি গুচ্ছ বেলুন।
ইরাকি এতিম শিশুদের দুঃখ-দুর্দশা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে মার্কিন নাগরিক কেন্ট কাউচ ও ইরাকি নাগরিক ফরিদ আবদুল জাহরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ২০১২ সালের বসন্তে বেলুনে করে উড়বেন তাঁরা।
ই-মেইলে পাঠানো কাউচের এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়, গুচ্ছ বেলুন হচ্ছে হিলিয়াম গ্যাসে ভরা একধরনের বেলুন, যেসব বেলুন উৎসবের সাজসজ্জায় ব্যবহূত হয়। গুচ্ছাকারে সাজানো এসব বেলুন আকাশে ওড়াবে মার্কিন ও ইরাকি নাগরিককে।
ওরেগনের একটি গ্যাস স্টেশনের মালিক কাউচ এরই মধ্যে বেলুনের সহায়তায় লন চেয়ারে করে কয়েক শ কিলোমিটার উড়েছেন।

No comments

Powered by Blogger.