উমরের ডাবল সেঞ্চুরি
শ্রীলংকার বোলাররা সম্ভবত খুবই ফেভারিট পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে। না হয় কেন, ২০০৭-এর পর পাকিস্তানি ব্যাটসম্যানরা দেড়শ'র বেশি যত ইনিংস খেলেছেন তার সবই লংকানদের বিপক্ষে! ইউনিস খানের ৩১৩, কামরান আকমলের ১৫৮*, ফওয়াদ আলমের ১৬৮-র পর সর্বশেষ তৌফিক উমরের ২৩৬ রান এলো একই প্রতিপক্ষের বিপক্ষে। আবুধাবি টেস্টে ওপেনার তৌফিকের ক্যারিয়ারসেরা ২৩৬ রানের ওপর ভর করে রানের পাহাড়ে চড়েছে পাকিস্তান।
সফরকারী শ্রীলংকার চেয়ে ৩১৪ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। লংকানদের ১৯৭ রানের জবাবে পাকিস্তান ৬ উইকেটে সংগ্রহ করে ৫১১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট খুঁইয়ে বসে শ্রীলংকা। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ ১ উইকেটে ৪৭ রান। এখনও পিছিয়ে আছে ২৬৭ রানে। হাতে ৯ উইকেট। এর আগে তৌফিকের সর্বোচ্চ ইনিংস ছিল ১৩৫ রান। কাল পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান তিনি। ৭০ রানে আউট হয়ে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বঞ্চিত হন আজহার। মিসবাহ ৪৬, ইউনিস করেন ৩৩ রান। আসাদ শফিক থাকেন ২৬ রানে অপরাজিত। হেরাথ ৩ এবং ওয়ালেগেদারা নেন ২ উইকেট।
No comments