মরিনহোর কথা কে-ই বা আমলে নেয়!-মন্তব্য ক্রুইফের

বিতর্কের সঙ্গে হোসে মরিনহোর সম্পর্কটা যেন জলের সঙ্গে মাছের! দুই দিন পরপরই তাঁকে জড়িয়ে শোনা যায় নতুন নতুন কোনো মন্তব্য। খুব বেশি দিন আগের কথা নয়, যখন বার্সেলোনার সহকারী কোচের চোখে আঙুলের খোঁচা দেওয়ার জের ধরে ইয়োহান ক্রুইফ তাঁকে বলেছিলেন 'নপুংসক, বদরাগী'। সহকারী কোচ হিসেবে বার্সেলোনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় এই পর্তুগিজের ওপর ক্রুইফের রাগটা যেন একটু বেশি! ডাচ ফুটবলের কিংবদন্তি এবার বলছেন, 'মরিনহোর কথাবার্তা আমলে নেওয়ারই দরকার নেই।'


চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অলিম্পিক লিওঁকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর সংবাদ সম্মেলনে মরিনহোর অনুযোগ, অন্য দলগুলোকে নাকি অনেক সহজ সহজ প্রতিপক্ষ দেওয়া হয়েছে! অন্যান্য গ্রুপের অনেক দল আসলে কোন দেশের, সেটা দেখার জন্য নাকি তাঁকে ইন্টারনেটের সাহায্য নিতে হয়েছে! অথচ স্বচ্ছ একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক করা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপিং। মরিনহোর এমন মন্তব্যে ক্রুইফের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে বার্সেলোনার সাবেক কোচের মন্তব্য, 'সত্যি কথা বলতে কি, মরিনহো যা বলে, তা আসলে কেউই আমলে নেয় না।' খেলার প্রতি মরিনহোর দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেছেন ক্রুইফ, 'সতীর্থকে, প্রতিপক্ষকে ও প্রতিদ্বন্দ্বীকে সম্মান করাটা প্রত্যেকটি খেলারই অংশ।' তবে এত কিছুর পরেও রিয়াল যে মরিনহোর কোচিংয়ে ভালো খেলছে, সেটা অস্বীকার করেননি কাতালান জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা ক্রুইফ, '২০০৯-১০ মৌসুমে তারা এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের ক্লাব রেকর্ড ভেঙেছে। আসলে গত কয়েক বছরে রিয়াল যে ভালো খেলছে সেটা অস্বীকার করার উপায় নেই। আর এভাবে খেললে, কে বলবে তারা খারাপ খেলছে? যদিও বার্সেলোনা খুবই খুবই ভালো খেলছে, আর শিরোপা জিতছে, রিয়ালও কিন্তু খারাপ খেলছে না। তাদের দলটাও তো ভালো।'গোল ডটকম

No comments

Powered by Blogger.