নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হতে পারে ১১ নভেম্বর
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের বিষয়ে আগামী ১১ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর দূতেরা বৈঠকে বসবেন। গতকাল বুধবার কূটনীতিকেরা এ কথা জানান।
গত মঙ্গলবার পরিষদের সদস্য দেশগুলোর দূতদের সঙ্গে বৈঠকের পর একজন কূটনীতিক জানান, ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাবে কি না, ১১ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফিলিস্তিন কর্তৃপক্ষ চাইলে এ বিষয়ে ভোট হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ২৩ সেপ্টেম্বর দেশটির পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। সে অনুযায়ী বিষয়টির নিষ্পত্তির সময় নির্ধারণে দেরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকে আশা করছেন, আগামী সপ্তাহে ফিলিস্তিন-ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধান আসবে।
গত মঙ্গলবার পরিষদের সদস্য দেশগুলোর দূতদের সঙ্গে বৈঠকের পর একজন কূটনীতিক জানান, ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাবে কি না, ১১ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফিলিস্তিন কর্তৃপক্ষ চাইলে এ বিষয়ে ভোট হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ২৩ সেপ্টেম্বর দেশটির পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। সে অনুযায়ী বিষয়টির নিষ্পত্তির সময় নির্ধারণে দেরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকে আশা করছেন, আগামী সপ্তাহে ফিলিস্তিন-ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধান আসবে।
No comments