ব্যাংককের উত্তরে ধেয়ে আসছে বন্যা
বন্যার পানি আবারও ধেয়ে আসছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দিকে। ফলে আরও অন্তত ছয়টি এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে সেসব এলাকার বাসিন্দাদের।
ব্যাংককের ডন মুয়াং অভ্যন্তরীণ বিমানবন্দরের পাশের রাস্তাগুলো এরই মধ্যে তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে ব্যাংককের উত্তরাঞ্চলীয় বিশালাকায় বিপণিবিতান চাটুচাক। সেখানকার দুটি শিল্প এলাকাও চরম ঝুঁকিতে রয়েছে। ওই এলাকার একটি কারাগার থেকে এরই মধ্যে দুই হাজার বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঁচ দশকের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার থাইল্যান্ড। গত জুলাই থেকে ভারী বর্ষণের কারণে দেশটি বন্যাপ্লাবিত। দেশটির এক-তৃতীয়াংশ প্রদেশ তলিয়ে গেছে। বন্যায় সাড়ে ৩০০ লোকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ লাখ মানুষের ঘরবাড়ি।
কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ব্যাংককের নিম্নাঞ্চলের দিকে বন্যার পানি প্রবাহ ধেয়ে আসছে। রাজধানীর উত্তরাঞ্চলসহ এর ছয়টি এলাকার কাছাকাছি পৌঁছে গেছে এ পানি।
ব্যাংককের গভর্নর সুখুমভান্দ পারিবাতরা টেলিভিশন ভাষণে বলেছেন, ওই ছয়টি এলাকার দিকে বন্যার পানি যেভাবে ধেয়ে আসছে, তাতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ব্যাংককের ডন মুয়াং অভ্যন্তরীণ বিমানবন্দরের পাশের রাস্তাগুলো এরই মধ্যে তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে ব্যাংককের উত্তরাঞ্চলীয় বিশালাকায় বিপণিবিতান চাটুচাক। সেখানকার দুটি শিল্প এলাকাও চরম ঝুঁকিতে রয়েছে। ওই এলাকার একটি কারাগার থেকে এরই মধ্যে দুই হাজার বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঁচ দশকের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার থাইল্যান্ড। গত জুলাই থেকে ভারী বর্ষণের কারণে দেশটি বন্যাপ্লাবিত। দেশটির এক-তৃতীয়াংশ প্রদেশ তলিয়ে গেছে। বন্যায় সাড়ে ৩০০ লোকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ লাখ মানুষের ঘরবাড়ি।
কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ব্যাংককের নিম্নাঞ্চলের দিকে বন্যার পানি প্রবাহ ধেয়ে আসছে। রাজধানীর উত্তরাঞ্চলসহ এর ছয়টি এলাকার কাছাকাছি পৌঁছে গেছে এ পানি।
ব্যাংককের গভর্নর সুখুমভান্দ পারিবাতরা টেলিভিশন ভাষণে বলেছেন, ওই ছয়টি এলাকার দিকে বন্যার পানি যেভাবে ধেয়ে আসছে, তাতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
No comments