প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি হিসেবে থাকতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ। ইন্দোনেশিয়ার বালিতে গত রোববার অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা আসিয়ানের সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
পেন্টাগনের প্রধান হিসেবে প্রথমবারের মতো এশিয়া সফরে প্যানেট্টা বর্তমানে জাপানে রয়েছেন। জাপান থেকে একটি মার্কিন মেরিন ঘাঁটি একই অঞ্চলের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের প্যানেট্টা বলেন, বাজেট সংকোচনের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হবে না।
বালি বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীদের উদ্দেশে প্যানেট্টা বলেন, ‘আমি জানি, আপনারা সবাই আমাদের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মনে নানা প্রশ্নের উদয় হচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করছি, এশিয়া থেকে আমাদের সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়া হবে না।
পেন্টাগনের প্রধান হিসেবে প্রথমবারের মতো এশিয়া সফরে প্যানেট্টা বর্তমানে জাপানে রয়েছেন। জাপান থেকে একটি মার্কিন মেরিন ঘাঁটি একই অঞ্চলের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের প্যানেট্টা বলেন, বাজেট সংকোচনের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হবে না।
বালি বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীদের উদ্দেশে প্যানেট্টা বলেন, ‘আমি জানি, আপনারা সবাই আমাদের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মনে নানা প্রশ্নের উদয় হচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করছি, এশিয়া থেকে আমাদের সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়া হবে না।
No comments