শিক্ষকসহ ১০ ছাত্রছাত্রীর মৃত্যু -তামিলনাড়ুতে স্কুলবাস পুকুরে
আজ বৃহস্পতিবার সকালে ভারতের তামিলনাড়ু রাজ্যের নাগপট্টিনম জেলার ভেদ্রায়মে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে একজন শিক্ষকসহ নয়জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে বাসটি ওই প্রাথমিক স্কুলমুখে যাচ্ছিল। বাসটিতে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৩০-৩৫ জন ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ছাত্র ও পাঁচজন ছাত্রী রয়েছে। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
সকালে স্কুলপড়ুয়াদের নিয়ে বাসটি ওই প্রাথমিক স্কুলমুখে যাচ্ছিল। বাসটিতে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৩০-৩৫ জন ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ছাত্র ও পাঁচজন ছাত্রী রয়েছে। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
No comments